
রানাঘাট , ৫ জানুয়ারি ( হি. স.) : ভোটার তালিকা সংশোধন ঘিরে গুরুতর অনিয়মের অভিযোগ উঠল নদীয়ার রানাঘাট উত্তর–পশ্চিম বিধানসভা কেন্দ্রের ৩৪ নম্বর বুথে। নারায়নপুর এলাকার এক ভোটারের অভিযোগ, ২০০২ সালের ভোটার তালিকায় থাকা তাঁর ক্রমিক নম্বর ব্যবহার করে অন্য একজন নিজের নাম তুলে দিয়েছেন, ফলে প্রকৃত ভোটারকে খসড়া তালিকায় ‘নিখোঁজ’ হিসেবে দেখানো হয়েছে।অভিযোগকারী ভোটার নিখিল মণ্ডল (পিতা: গজেন মণ্ডল)। তাঁর দাবি, চলতি খসড়া ভোটার তালিকায় তাঁর নাম ‘খুঁজে পাওয়া যায়নি’ বা নিখোঁজ তালিকায় প্রকাশ পেয়েছে। অথচ একই বুথের আর এক বাসিন্দা নিখিল মণ্ডল (পিতা: ঋষিপদ মণ্ডল)-এর নাম খসড়া তালিকায় রয়েছে। দুই ব্যক্তির নাম এক হলেও পিতার নাম আলাদা—তা সত্ত্বেও কীভাবে এই ম্যাপিং সম্ভব হল, তা নিয়ে প্রশ্ন উঠেছে।অভিযোগের আঙুল উঠেছে সংশ্লিষ্ট বুথ লেভেল অফিসার (বিএলও)-এর দিকে। সোমবার যদিও বিএলও অভিযোগ অস্বীকার করে জানান, নতুন সার্ভারের ত্রুটির কারণে এই সমস্যা হয়েছে। তাঁর দাবি, কারও নাম ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হয়নি এবং নতুন করে সংশোধনের মাধ্যমে নাম তালিকায় উঠে যাবে।এদিকে বিষয়টি নিয়ে বিজেপি বিধায়ক বিএলও-কে দায়ী করে জানান, গোটা বিষয়টি দলীয় নেতৃত্বকে জানানো হবে এবং নির্বাচন কমিশনের কাছেও অভিযোগ জানানো হবে। ঘটনাকে ঘিরে এলাকায় উদ্বেগ ও ক্ষোভ এর বহিঃপ্রকাশ ঘটে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়