রাজ্যের নয় জেলায় শীতল দিনের পরিস্থিতি, উত্তরবঙ্গে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা
কলকাতা, ৫ জানুয়ারি ( হি. স.) : রাজ্যের বিভিন্ন জেলায় জমিয়ে শীতের প্রভাব আরও জোরালো হচ্ছে। সোমবার আলিপুর আবহাওয়া দফতরের আঞ্চলিক অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানান, সোমবার বিকেল থেকে রাজ্যের মোট নয়টি জেলায় শীতল দিনের পরিস্থিতি তৈরি হয়েছে। উ
হাবিবুর রহমান বিশ্বাস


কলকাতা, ৫ জানুয়ারি ( হি. স.) : রাজ্যের বিভিন্ন জেলায় জমিয়ে শীতের প্রভাব আরও জোরালো হচ্ছে। সোমবার আলিপুর আবহাওয়া দফতরের আঞ্চলিক অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানান, সোমবার বিকেল থেকে রাজ্যের মোট নয়টি জেলায় শীতল দিনের পরিস্থিতি তৈরি হয়েছে। উত্তরবঙ্গের মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর এবং দক্ষিণবঙ্গের বাঁকুড়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় শীতের দাপট স্পষ্টভাবে অনুভূত হবে।আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, উত্তরবঙ্গে দিনের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় চার থেকে ছয় ডিগ্রি সেলসিয়াস কম থাকতে পারে। দক্ষিণবঙ্গেও দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস নিচে নামবে। এর ফলে দিনের বেশিরভাগ সময়েই কনকনে ঠান্ডার অনুভূতি থাকবে।উত্তরবঙ্গে এদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি জেলায়। পাশাপাশি দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনার কথাও জানানো হয়েছে। সান্দাকফু, ঘুম, ধোত্রে ও চটকপুরের মতো উচ্চ পার্বত্য অঞ্চলে তুষারপাত হতে পারে।এদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, কোচবিহার ও উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও দৃশ্যমানতা নেমে আসতে পারে মাত্র ৫০ মিটার পর্যন্ত। দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ ও নদিয়াতেও ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে।সোমবার আবহাওয়া দফতর জানিয়েছে, ইতিমধ্যেই তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমেছে এবং আরও দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। আগামী তিন থেকে চার দিনে তাপমাত্রার বড় পরিবর্তনের সম্ভাবনা নেই। আগামী পাঁচ থেকে সাত দিন রাজ্যজুড়ে জমিয়ে শীতের আমেজ বজায় থাকবে বলে পূর্বাভাস।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande