
বহরমপুর, ৫ জানুয়ারি ( হি. স.) : শীতের আমেজে বইয়ের গন্ধে ফের মাতোয়ারা মুর্শিদাবাদ। সোমবার বহরমপুর ব্যারাক স্কোয়ার ময়দানে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সূচনা হল ৪৫তম মুর্শিদাবাদ জেলা বইমেলার। রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী এই বইমেলার উদ্বোধন করেন। আগামী কয়েকদিন এই মাঠই হয়ে উঠবে জেলার সাহিত্যপ্রেমী ও সংস্কৃতিমনস্ক মানুষের মিলনকেন্দ্র।উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন, “বই শুধু জ্ঞানের ভাণ্ডার নয়, বই মানুষকে সুনাগরিক হিসেবে গড়ে তোলে। ডিজিটাল যুগ এলেও বইয়ের আবেদন কখনও কমেনি। এই বইমেলাই তার বড় প্রমাণ।” তিনি আরও বলেন, নতুন প্রজন্মকে বইমুখী করতে এই ধরনের আয়োজন অত্যন্ত প্রয়োজনীয়।উদ্বোধনী মঞ্চে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা, জেলা শাসক নিতিন সিঙ্ঘানিয়া, বিধায়ক মোহাম্মদ আলী-সহ জেলা প্রশাসনের আধিকারিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।উদ্বোধনের দিন থেকেই বইমেলায় সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। বিভিন্ন প্রকাশনার স্টল ঘুরে দেখছেন বইপ্রেমীরা। স্থানীয় গ্রন্থানুরাগীদের কথায়, প্রতিবছর এই মেলার জন্য তাঁরা মুখিয়ে থাকেন। তাঁদের আশা, আগামী কয়েকদিন ব্যারাক স্কোয়ারে বই ও সংস্কৃতির এক প্রাণবন্ত ‘চাঁদের হাট’ বসবে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়