বেতন বৃদ্ধি ও পেনশনের দাবিতে কল্যাণীতে আশা কর্মীদের বিক্ষোভ, মহকুমা শাসকের কাছে ডেপুটেশন
কল্যাণী | নদীয়া, ৫ জানুয়ারি ( হি. স.)- বেতন বৃদ্ধি, পেনশন চালু সহ একাধিক দাবিতে সোমবার নদীয়ার কল্যাণী মহকুমা শাসকের দফতরের সামনে বিক্ষোভে সামিল হলেন আশা কর্মীরা। সকাল থেকেই মহকুমা শাসকের কার্যালয়ের সামনে জড়ো হয়ে স্লোগান তোলেন তাঁরা। বিক্ষোভে
ডেপুটেশন


কল্যাণী | নদীয়া, ৫ জানুয়ারি ( হি. স.)- বেতন বৃদ্ধি, পেনশন চালু সহ একাধিক দাবিতে সোমবার নদীয়ার কল্যাণী মহকুমা শাসকের দফতরের সামনে বিক্ষোভে সামিল হলেন আশা কর্মীরা। সকাল থেকেই মহকুমা শাসকের কার্যালয়ের সামনে জড়ো হয়ে স্লোগান তোলেন তাঁরা। বিক্ষোভে অংশ নেওয়া আশা কর্মীরা জানান, দীর্ঘদিন ধরে বিভিন্ন দাবি জানানো হলেও প্রশাসনের তরফে এখনও পর্যন্ত কোনও স্থায়ী সমাধান মেলেনি।বিক্ষোভ চলাকালীন ছয় জনের একটি প্রতিনিধি দল কল্যাণী মহকুমা শাসকের দপ্তরে গিয়ে তাঁদের দাবি সংবলিত স্মারকলিপি জমা দেন। আশা কর্মীদের দাবি, তাঁদের কাজের গুরুত্ব অনুযায়ী উপযুক্ত বেতন কাঠামো চালু করতে হবে। পাশাপাশি পেনশন, সামাজিক সুরক্ষা, স্বাস্থ্যবিমা ও কাজের নিরাপত্তা নিশ্চিত করারও দাবি তোলা হয়।আন্দোলনকারী আশা কর্মী পৌলমী করঞ্জয়ী বলেন, “আমরা মাঠে-ঘাটে কাজ করি, মানুষের ঘরে ঘরে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিই। অথচ আমাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। বারবার জানানো সত্ত্বেও যদি দাবি মানা না হয়, তাহলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামতে আমরা বাধ্য হব।”বিক্ষোভের জেরে কিছু সময়ের জন্য মহকুমা শাসকের দপ্তর চত্বরে উত্তেজনার সৃষ্টি হয়। যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়। আশা কর্মীরা জানিয়েছেন, দাবি পূরণ না হলে রাজ্যজুড়ে আন্দোলন আরও জোরদার করা হবে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande