তেজপুরের বিহগুড়িতে সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত তিন, সংকটজনক দুই
ঢেকিয়াজুলি (অসম), ৫ জানুয়ারি (হি.স.) : শোণিতপুর জেলা সদর তেজপুরের বিহগুড়িতে এক সড়ক দুর্ঘটনা গুরুতরভাবে আহত হয়েছেন তিনজন। তাঁদের মধ্যে দুজনের শারীরিক অবস্থা সংকটজনক বলে জানা গেছে। ঘটনা আজ সোমবার সকালে সংঘটিত হয়েছে। জানা গেছে, বালিপাড়া থেকে ঢেক
সড়ক দুর্ঘটনা_প্রতিনিধিত্বমূলক ছবি


ঢেকিয়াজুলি (অসম), ৫ জানুয়ারি (হি.স.) : শোণিতপুর জেলা সদর তেজপুরের বিহগুড়িতে এক সড়ক দুর্ঘটনা গুরুতরভাবে আহত হয়েছেন তিনজন। তাঁদের মধ্যে দুজনের শারীরিক অবস্থা সংকটজনক বলে জানা গেছে।

ঘটনা আজ সোমবার সকালে সংঘটিত হয়েছে। জানা গেছে, বালিপাড়া থেকে ঢেকিয়াজুলির দিকে আসছিল চার চাকার একটি সুইফট ডিজায়ার। বিহগুড়ির ‘ছাগলিআঁহত তল’ এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছে সজোরে ধাক্কা মারে। তীব্র গতির গাড়ির ধাক্কায় গাছটি ভেঙে পড়ে। পাশাপাশি গাড়ির সামনের অংশ সম্পূর্ণ চূর্ণ-বিচূর্ণ হয়ে যায়। ঘন কুয়াশার দরুন দুর্ঘটনাটি ঘটেছে বলে মনে করা হচ্ছে।

গাড়ির তিন আরোহী আহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। দুর্ঘটনায় চালকের পাশের আসনে বসেছিলেন বিহগুড়ি এলাকার সক্রিয় সমাজকর্মী, শোণিতপুর জেলা সাহিত্য সভার সহ-সভাপতি তথা বিহগুড়ি বালিকা মধ্য ইংরেজি বিদ্যালয়ের প্রধানশিক্ষক প্রবীণ কটকি। পেছনে বসেছিলেন চন্দন নাথ। উভয়েই গুরুতরভাবে আহত হয়েছেন।

দুজনক দ্রুত তেজপুরের টাইমস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। টাইমস হাসপাতালের ডাক্তাররা চন্দন নাথ এবং প্রবীণ কটকিকে অর্থো কেয়ার হাসপাতালে রেফার করেন। কিন্তু গুরুতর আহত প্রবীণ কটকিকে উন্নত চিকিৎসার জন্য গুয়াহাটির নেমকেয়ার হাসপাতালে পাঠানো হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande