বিকাশভবন অভিযানের ডাক এসএলএসটি চাকরিপ্রার্থীদের, ধুন্ধুমার পরিস্থিতি
কলকাতা, ৫ জানুয়ারি (হি.স.): বছর ঘুরতেই ফের রাজপথে চাকরিপ্রার্থীরা। অভিজ্ঞদের কোনও ভাবেই ১০ নম্বর দেওয়া যাবে না, এই দাবিতে সোমবার বিকাশভবন অভিযানের ডাক দেয় এসএলএসটি চাকরিপ্রার্থীরা। কিন্তু সেই মিছিল শুরু হওয়ার আগেই ধরপাকড় শুরু করে পুলিশ। যা নিয়ে সল
বিকাশভবন অভিযানের ডাক এসএলএসটি চাকরিপ্রার্থীদের, ধুন্ধুমার পরিস্থিতি


কলকাতা, ৫ জানুয়ারি (হি.স.): বছর ঘুরতেই ফের রাজপথে চাকরিপ্রার্থীরা। অভিজ্ঞদের কোনও ভাবেই ১০ নম্বর দেওয়া যাবে না, এই দাবিতে সোমবার বিকাশভবন অভিযানের ডাক দেয় এসএলএসটি চাকরিপ্রার্থীরা। কিন্তু সেই মিছিল শুরু হওয়ার আগেই ধরপাকড় শুরু করে পুলিশ। যা নিয়ে সল্টলেক করুণাময়ীর সামনে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন আন্দোলনকারীরা। এরপরেই জোর করে তাঁদের প্রিজনভ্যানে তোলা হয়। চাকরিপ্রার্থীদের দাবি, শান্তিপূর্ণ আন্দোলন ছিল। এরপরেও পুলিশের তরফে আটকানো হচ্ছে তাঁদের। যদিও পুলিশের দাবি, মিছিলের জন্য কোনও অনুমতি নেওয়া হয়নি।

এদিন সকাল থেকেই কড়া নিরাপত্তার মোড়কে মুড়ে ফেলা হয় করুণাময়ী চত্বর। মোতায়েন করা হয় বিশাল পুলিশবাহিনী। বেলা একটার পর চাকরিপ্রার্থীদের জমায়েত শুরু হতেই একের পর এক আন্দোলনকারীকে আটক করা হয়। যা নিয়ে রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন চাকরিপ্রার্থীরা। চাকরিপ্রার্থীদের দাবি, আমরা কোনও জঙ্গি আন্দোলন করতে আসিনি। শান্তিপূর্ণভাবে বিকাশভবনে ডেপুটেশন দিতে এসেছিলাম, এরপরেও জোর করে আটকানো হল।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande