তৃণমূল সরকার উৎখাতে শিক্ষিত রাষ্ট্রবাদীদের এগিয়ে আসার আহ্বান শুভেন্দু অধিকারীর
বারাসাত , ৫ জানুয়ারি ( হি. স.) : তৃণমূল সরকারকে উৎখাত করতে শিক্ষিত রাষ্ট্রবাদীদের এগিয়ে আসার আহ্বান জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার উত্তর ২৪ পরগনার বারাসাতে এক জনসভায় অংশ নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই মন্তব্য করে
শুভেন্দু অধিকারী


বারাসাত , ৫ জানুয়ারি ( হি. স.) : তৃণমূল সরকারকে উৎখাত করতে শিক্ষিত রাষ্ট্রবাদীদের এগিয়ে আসার আহ্বান জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার উত্তর ২৪ পরগনার বারাসাতে এক জনসভায় অংশ নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই মন্তব্য করেন। সভামঞ্চ থেকে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান বিরোধী দলনেতা।শুভেন্দু অধিকারী বলেন, “বাংলা আজ মহা জঙ্গলরাজের কবলে পড়েছে। এই পরিস্থিতি থেকে রাজ্যকে মুক্ত করতে শিক্ষিত রাষ্ট্রবাদীদের অগ্রণী ভূমিকা নিতে হবে।” তাঁর বক্তব্য, আইনশৃঙ্খলার অবনতি, দুর্নীতি ও প্রশাসনিক ব্যর্থতার জন্য বর্তমান রাজ্য সরকার দায়ী। এই অবস্থার পরিবর্তনে সকলে একজোট হয়ে লড়াই করার প্রয়োজনীয়তার উপর তিনি জোর দেন।তিনি জানান, এই কর্মসূচির নাম ‘সংকল্প যাত্রা’। পরিবর্তনের ডাক দিয়ে শুভেন্দু অধিকারী বলেন, “পরিবর্তনের নামে সকলকে একযোগে জোট বাঁধতে হবে। রাজ্যের মানুষের স্বার্থেই এই লড়াই।” তাঁর দাবি, এই আন্দোলনের মাধ্যমে রাজ্যে একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করা সম্ভব হবে।এদিনের সভায় বিজেপির স্থানীয় নেতৃত্ব ও বহু কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন। সভাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনাও চোখে পড়ে। যদিও প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়। শুভেন্দু অধিকারীর এই বক্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande