হাওড়া–গুয়াহাটি রুটে চলবে ভারতের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন, যাত্রাসময়ে বড় সাশ্রয়
কলকাতা, ৫ জানুয়ারি ( হি. স.) : নতুন বছরের উপহার হিসেবে পশ্চিমবঙ্গ ও উত্তর-পূর্ব ভারতের জন্য চালু হতে চলেছে ভারতের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন। ভারতীয় রেল জানিয়েছে, হাওড়া–গুয়াহাটি (কামাখ্যা) রুটে এই অত্যাধুনিক স্লিপার বন্দে ভারত ট্রেন চলাচল
বন্দে ভারত


কলকাতা, ৫ জানুয়ারি ( হি. স.) : নতুন বছরের উপহার হিসেবে পশ্চিমবঙ্গ ও উত্তর-পূর্ব ভারতের জন্য চালু হতে চলেছে ভারতের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন। ভারতীয় রেল জানিয়েছে, হাওড়া–গুয়াহাটি (কামাখ্যা) রুটে এই অত্যাধুনিক স্লিপার বন্দে ভারত ট্রেন চলাচল করবে। এই ট্রেন চালু হলে দীর্ঘ দূরত্বের যাত্রায় গতি, স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তার এক নতুন অধ্যায় শুরু হবে বলে রেল কর্তৃপক্ষের দাবি।সোমবার রেল সূত্রে জানা গিয়েছে, এই স্লিপার বন্দে ভারত ট্রেন প্রায় ১৪ ঘণ্টায় হাওড়া থেকে গুয়াহাটি পৌঁছাবে, যেখানে বর্তমানে অন্যান্য ট্রেনে এই পথ পাড়ি দিতে প্রায় ২০ ঘণ্টা সময় লাগে। বিমানের তুলনায় অনেক কম খরচে যাত্রীদের দ্রুত ও আরামদায়ক যাত্রার সুযোগ দেবে এই ট্রেন।এই ট্রেনের নকশা ১৮০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে চলার উপযোগী। স্বয়ংক্রিয় দরজা, উন্নত সাসপেনশন ব্যবস্থা, সিসিটিভি নজরদারি, আধুনিক যাত্রী তথ্য ব্যবস্থা এবং শব্দনিরোধক কোচ থাকছে এতে। শীতাতপ নিয়ন্ত্রিত স্লিপার কোচে উন্নত বার্থ, ইউএসবি চার্জিং পোর্ট, রিডিং লাইট ও পর্যাপ্ত লাগেজ রাখার ব্যবস্থা থাকছে।এছাড়াও বিশেষভাবে সক্ষম যাত্রীদের জন্য আলাদা বার্থ ও শৌচালয়, শিশুদের জন্য বেবি সিটার এবং নিরাপত্তার জন্য অগ্নিনির্বাপক ও সংঘর্ষ এড়ানোর আধুনিক প্রযুক্তি সংযোজন করা হয়েছে। রেল কর্তৃপক্ষের মতে, এই ট্রেন পূর্ব ভারতের রেল যোগাযোগে এক ঐতিহাসিক মাইলফলক হয়ে

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande