
কলকাতা, ৫ জানুয়ারি (হি. স.) : ৫৫ তম স্টেটসম্যান ভিনটেজ আ্যন্ড ক্ল্যাসিক কার র়্যালি ২০২৬ ঘোষণা করা হয়েছে। প্রেস ক্লাব কলকাতায় সাংবাদিক সম্মেলনে এদিন বিশদে জানানো হয়। আগামী ১১ জানুয়ারি রবিবার রয়েল ক্যালকাটা টার্ফ ক্লাবে ( আরসিটিসি) গ্রাউন্ডেই তা হবে। উল্লেখ্য, দেশের সুপ্রাচীন এই প্রতিযোগিতা। কমপক্ষে ১৬০টি ভিনটেজ ও ক্ল্যাসিক কার ও ৫০ টি দু-চাকার গাড়ি এবছর প্রতিযোগিতায় যোগদান করবে। আর সি টি সি (পোলো গ্রাউন্ডে) কাজেই ওইদিন সকাল সাড়ে ৯ টায় যাত্রা আরম্ভ হবে। উদ্যোক্তাদের পক্ষে গোবিন্দ মুখার্জি এই প্রসঙ্গে সাংবাদিকদের বলেন, এই প্রতিযোগিতায় যোগদানে ইচ্ছুক বা আগ্রহীদের মধ্যে থেকে কোনও ফি বা অর্থ আদায় করা হবে না। অর্থাৎ সম্পূর্ণ বিনামূল্যে যোগ। রাজধানী দিল্লিতে ১৯৬৪ সালে এর সূচনা হয়। এর চারবছর পরে ১৯৬৮ থেকে কলকাতায় তা চালু করা হয়।তবে, ওই প্রতিযোগিতায় যোগদানের জন্য আগামী ৯ জানুয়ারি পর্যন্ত মিলবে ফ্রি - পাশ। স্টেটসম্যান পত্রিকা দফতরে তা পাওয়া যাবে। সকাল ১১টা থেকেই সন্ধে ৬ টা পাওয়া যাবে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত