
হুগলি , ৫ জানুয়ারি ( হি. স.) হুগলি জেলার দাদপুর থানার পুঁইনান এলাকায় অনুষ্ঠিত বিশ্ব ইজতেমা ৩২ বছরের পুরনো সমস্ত রেকর্ড ভেঙে নতুন ইতিহাস সৃষ্টি করল। সোমবার দুয়ার মেহফিলে প্রায় ২ কোটিরও বেশি ধর্মপ্রাণ মুসলিম অংশগ্রহণে এই মহাসমাবেশ এক অনন্য নজির স্থাপন করেছে। শুধু সংখ্যার নিরিখেই নয়, শৃঙ্খলা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ভ্রাতৃত্ববোধের দৃষ্টান্ত হিসেবেও এই ইজতেমা বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।ভোর থেকেই রাজ্যের বিভিন্ন জেলা ও পার্শ্ববর্তী রাজ্য থেকে আগত মুসল্লিতে উপচে পড়ে ইজতেমা প্রাঙ্গণ। তরুণ, বৃদ্ধ ও শিশু—সব বয়সের মানুষ একসঙ্গে আল্লাহর দরবারে দোয়ায় শরিক হন। দুয়ার মেহফিল চলাকালীন গোটা এলাকা নীরবতা ও আবেগে ভরে ওঠে। লাখো কণ্ঠে একসঙ্গে ‘আমিন’ ধ্বনিতে সৃষ্টি হয় গভীর আধ্যাত্মিক পরিবেশ।আয়োজকদের পক্ষ থেকে নিরাপত্তা, পানীয় জল, চিকিৎসা পরিষেবা ও স্বেচ্ছাসেবকদের মাধ্যমে সুশৃঙ্খল ব্যবস্থাপনা লক্ষ্য করা যায়। এত বিপুল জনসমাগম সত্ত্বেও কোথাও বিশৃঙ্খলার ছবি ধরা পড়েনি। এই বিশ্ব ইজতেমা সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তি ও মানবিক মূল্যবোধের শক্তিশালী বার্তা দিয়ে ইতিহাসের পাতায় নিজের জায়গা করে নিল।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়