ফাঁসিদেওয়ায় স্কুলে ভর্তির ফি বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ অভিভাবকদের
ফাঁসিদেওয়া, ৫ জানুয়ারি ( হি. স.) : ফাঁসিদেওয়ার বিধাননগর সন্তোষিনী বিদ্যাচক্র হাইস্কুলে ভর্তির ফি বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ অভিভাবকদের। অভিযোগ, সরকারি নিয়ম অনুসারে ২৪০ টাকা ধার্য করা হলেও স্কুল কর্তৃপক্ষ প্রত্যেক ছাত্র-ছাত্রীদের কাছ থেকে ভর্তি
ফাঁসিদেওয়ায় স্কুলে ভর্তির ফি বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ অভিভাবকদের


ফাঁসিদেওয়া, ৫ জানুয়ারি ( হি. স.) : ফাঁসিদেওয়ার বিধাননগর সন্তোষিনী বিদ্যাচক্র হাইস্কুলে ভর্তির ফি বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ অভিভাবকদের।

অভিযোগ, সরকারি নিয়ম অনুসারে ২৪০ টাকা ধার্য করা হলেও স্কুল কর্তৃপক্ষ প্রত্যেক ছাত্র-ছাত্রীদের কাছ থেকে ভর্তি ফি বাবদ এক হাজার টাকা করে নিচ্ছে। যার ফলে সমস্যায় পড়তে হচ্ছে অভিভাবকদের। অভিযোগ, গ্রামীণ এলাকায় অভিভাবকদের সামর্থ্য নেই এই হাজার টাকা দিয়ে নিজেদের ছেলেমেয়েদের স্কুলে ভর্তি করানোর। কেন এত বাড়তি টাকা নেওয়া হচ্ছে সেই প্রশ্ন তুলেছে অভিভাবকরা।

সোমবার অভিভাবকেরা বিক্ষোভ দেখানোর ফলে ভর্তি প্রক্রিয়া বন্ধ করে স্কুল কর্তৃপক্ষ। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জানান, গত ১৯ নভেম্বর অভিভাবকদের নিয়ে আলোচনা করে স্কুল উন্নয়নের জন্য বাড়তি ফি নেওয়ার প্রস্তাব জানানো হয়।অভিভাবকেরা সেখানে সম্মতি জানান। বর্তমানে ভর্তি প্রক্রিয়া বন্ধ করা হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande