মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য ও জালিয়াতির অভিযোগে কংগ্রেস নেতা গ্রেফতার
আগরতলা, ৫ জানুয়ারি (হি.স.) : মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহার বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য এবং স্বাক্ষর জালিয়াতির অভিযোগে দায়ের হওয়া দুটি মামলায় দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে কংগ্রেস নেতা মহম্মদ শাহজাহান ইসলামকে গ্রেফতার করেছে ত্রিপুরা পুলিশ।
কংগ্রেস নেতা গ্রেফতার


আগরতলা, ৫ জানুয়ারি (হি.স.) : মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহার বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য এবং স্বাক্ষর জালিয়াতির অভিযোগে দায়ের হওয়া দুটি মামলায় দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে কংগ্রেস নেতা মহম্মদ শাহজাহান ইসলামকে গ্রেফতার করেছে ত্রিপুরা পুলিশ। রাজধানী আগরতলার উপকণ্ঠ জয়পুর এলাকা থেকে সোমবার তাকে আটক করা হয়।

সদর মহকুমার এসডিপিও দেবপ্রসাদ রায় জানান, গত বছরের ৮ জুন শান্তিপাড়ায় এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করেন শাহজাহান ইসলাম। ওই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়। ঘটনার পরিপ্রেক্ষিতে তার বাবা ও ভাইকে গ্রেফতার করা হলেও শাহজাহান আত্মগোপন করে যান।

এরই মধ্যে পলাতক অবস্থায় তিনি জেলা আদালতে জামিনের আবেদন করেন। তদন্তে জানা যায়, ওই আবেদনে ব্যবহৃত স্বাক্ষরটি জাল। ফলে নতুন করে মামলা নং ৯৯/২০২৫ দায়ের করা হয়। এর আগে আপত্তিকর মন্তব্য সম্পর্কিত মামলা নথিভুক্ত ছিল মামলা নং ৬১/২০২৫।

গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে সোমবার জয়পুর এলাকা থেকে শাহজাহান ইসলামকে আটক করে পুলিশ। এসডিপিও রায় জানান, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং মামলার তদন্ত দ্রুত গতিতে এগুচ্ছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কংগ্রেস নেতার এই গ্রেফতার ত্রিপুরার রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের আলোড়ন সৃষ্টি করেছে। ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিতে নতুন উত্তেজনার সঞ্চার হয়েছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande