
গঙ্গাসাগর, ৫ জানুয়ারি (হি. স.) : অবশেষে স্বপ্ন পূরণ সাগরদ্বীপের বাসিন্দাদের। বহু প্রতীক্ষিত মুড়িগঙ্গা নদীর উপর গঙ্গাসাগর সেতু। গঙ্গাসাগর মেলা পরিদর্শন করতে এসে গঙ্গাসাগর সেতুর শুভ শিলান্যাস করলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার দুপুরে গঙ্গাসাগর মেলা পরিদর্শন সহ একগুচ্ছ কর্মসূচি নিয়ে গঙ্গাসাগরে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন গঙ্গাসাগরের হেলিপ্যাড গ্রাউন্ডে নেমে জনসভা মঞ্চে উপস্থিত হন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস করেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।মুড়িগঙ্গার উপর তৈরি হবে ৪.৭৫ কিলোমিটার দীর্ঘ চার লেনের সেতু। উভয়পাশে থাকবে ১.৫ মিটার চওড়া ফুটপাত। সোমবার দুপুর আড়াইটে নাগাদ মুড়িগঙ্গা নদীর ওপর সেতু নির্মাণ কর্মকাণ্ডের শুভসূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, গঙ্গাসাগর সেতু প্রকল্পে আনুমানিক ব্যয় প্রায় ১,৬৭০ কোটি টাকা ধরা হয়েছে। আগামী চার বছরের মধ্যে সেতুটির নির্মাণকাজ সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। ইতিমধ্যে সেতুর নকশাও চূড়ান্ত হয়ে গিয়েছে। দায়িত্বে থাকছে নির্মাণ সংস্থা এল অ্যান্ড টি। জানা গিয়েছে, সেতুটি দ্বিতীয় হুগলি সেতু বা নিবেদিতা সেতুর আদলে তৈরি করা হবে। শুধু তাই নয়, সেতু নির্মাণে জমির অধিগ্রহণের কাজ অনেকটাই এগিয়ে গিয়েছে। গঙ্গাসাগর সেতুর জন্য কাকদ্বীপের অংশে ৭.৯৫ একর এবং কচুবেড়িয়া অংশে ৫.০১ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। বাকি জমি অধিগ্রহণের কাজ খুব শীঘ্রই শেষ করা হবে।প্রায় ছয়বছর আগে মুড়িগঙ্গার উপর একটি সেতু তৈরির স্বপ্ন দেখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এজন্য একাধিকবার কেন্দ্রের কাছে আর্থিক সাহায্যের জন্য দরবার করে রাজ্য সরকার। অবশেষে সাগরদ্বীপের মানুষ এবং গঙ্গাসাগর মেলায় আসা পুণ্যার্থীদের কথা ভেবে নিজেই সেতু গড়তে উদ্যোগ নেন খোদ মুখ্যমন্ত্রী। ২০২৩ সালে সাগরের মাটিতেই দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, কেন্দ্রের দিকে আর চাতক পাখি হয়ে লাভ নেই, রাজ্য সরকারই নিজের উদ্যোগে গঙ্গাসাগর সেতু গড়ে তুলবে। তার পরেই শুরু হয় টেন্ডারের প্রক্রিয়া। নানা বাধা-বিঘ্ন পেরিয়ে অবশেষে শিলান্যাসের পথে মুখ্যমন্ত্রীর স্বপ্নের গঙ্গাসাগর সেতু। পুণ্যার্থীদের জন্য যাত্রী নিবাসেরও শুভ উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গঙ্গাসাগর মেলার ভৌগলিক পরিচিতি কম আকর্ষণীয় নয়। বাংলার তীর্থ মিলন গঙ্গাসাগরকে ঘিরে ৪৩ টি গ্রাম রয়েছে। যার জনসংখ্যা আনুমানিক ১ লক্ষ ৯০ হাজার থেকে ২ লক্ষ ১০ হাজার। স্থানীয় মানুষের জীবিকা কৃষিনির্ভর হাওয়ায় গাঙ্গাসাগরের পরিকাঠামো উন্নয়ন নিশ্চিত ভাবে হয়েছে। কিন্তু স্থানীয়দের জীবনযাত্রার মান উন্নয়ন এখনো ঘটেনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন সব রকম চেষ্টা করে গঙ্গাসাগেরের সামগ্রিক উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছেন। এমনকি গঙ্গাসাগর সেতু শিলান্যাস করে এখনকার মানুষের জীবনযাত্রাকে আরো উন্নত মানের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন।
এসবের পাশাপাশি জেলার নানা প্রান্তে বহু সরকারি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাশ করেন মুখ্যমন্ত্রী। নানা ছোট বড় সেতু, অঙ্গনয়ারি কেন্দ্র, রাস্তা, জেটি, নিকাশিনালা সহ নানা প্রকল্পের শিলান্যাশ ও উদ্বোধন করেন। এদিন এই জেলায় মোট ৩২৪ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী।পাশাপাশি এদিনও ১০০ দিনের কাজের টাকা, এস আই আর, ভিন রাজ্যে বাঙালিদের উপর অত্যাচার সহ নানা ইস্যুতে কেন্দ্রের বিজেপি সরকারকে তোপ দাগেন তিনি।
হিন্দুস্থান সমাচার / পার্সতি সাহা