জিরানীয়ায় দুটি পর্যটন প্রকল্পের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী ডাঃ সাহা
জিরানীয়া (ত্রিপুরা), ৫ জানুয়ারি (হি.স.) : ত্রিপুরায় উন্নয়নমূলক কাজে কোনও ধরনের রাজনৈতিক পক্ষপাতিত্ত্ব বরদাস্ত করা হয় না বলে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা। সোমবার জিরানীয়ার শচীন্দ্রনগরে পর্যটন মন্ত্রকের স্বদেশ দর্শন ২.০ প্রকল্প
মুখ্যমন্ত্রীর অনুষ্ঠান


জিরানীয়া (ত্রিপুরা), ৫ জানুয়ারি (হি.স.) : ত্রিপুরায় উন্নয়নমূলক কাজে কোনও ধরনের রাজনৈতিক পক্ষপাতিত্ত্ব বরদাস্ত করা হয় না বলে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা। সোমবার জিরানীয়ার শচীন্দ্রনগরে পর্যটন মন্ত্রকের স্বদেশ দর্শন ২.০ প্রকল্পের আওতায় ‘ত্রিপুরার ঐতিহ্যবাহী গ্রাম ও সংগীত অভিজ্ঞতার উন্নয়ন’—এই নতুন নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে কলকাতার নিকো পার্কের আদলে গড়ে উঠতে যাওয়া একটি আধুনিক বিনোদন পার্কের ভূমিপূজন ও শিলান্যাসও সম্পন্ন হয়।

মুখ্যমন্ত্রী বলেন, আজকের দুটি প্রকল্প ত্রিপুরার পর্যটনক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা করবে। এই উদ্যোগে ভবিষ্যৎ প্রজন্ম যেমন উপকৃত হবে, তেমনি ত্রিপুরা বিশ্বের পর্যটন মানচিত্রে আরও সুস্পষ্টভাবে পরিচিতি পাবে। রাজ্যের সার্বিক উন্নয়নে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সবসময়ই ইতিবাচক মনোভাব পোষণ করছেন বলেও তিনি উল্লেখ করেন। তাঁর সহযোগিতায় রাজ্যের বহু প্রকল্প নির্বিঘ্নে এগিয়ে চলছে বলেও জানান মুখ্যমন্ত্রী।

গ্রাম ও সংগীত অভিজ্ঞতা উন্নয়ন প্রকল্প সম্পর্কে তিনি বলেন, এই প্রকল্প বাস্তবায়িত হলে স্থানীয় তাঁতশিল্পীরা তাদের ঐতিহ্য সংরক্ষণ ও প্রচারের নতুন সুযোগ পাবেন। বিদেশি পর্যটকদের আগমন বাড়লে শিল্পের প্রসার আরও ত্বরান্বিত হবে। এখানে থাকবে লাইভ কারুশিল্প প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান, ঐতিহ্যবাহী খাবার ও হস্তশিল্পের প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্র। এতে পর্যটন শিল্পের পাশাপাশি স্থানীয় মানুষের কর্মসংস্থানও বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী জানান, দুটি প্রকল্পে ব্যয় হবে প্রায় ১০৬ কোটি টাকা এবং মোট ৩৫ একর জমিতে এগুলি বাস্তবায়িত হবে। ত্রিপুরাকে উত্তরপূর্ব ভারতের শিল্প ও সংস্কৃতির কেন্দ্র হিসেবে গড়ে তোলাই এই প্রকল্পের মূল লক্ষ্য। তিনি বলেন, রাজ্যের বিভিন্ন জনজাতির নিজস্ব সাংস্কৃতিক বৈচিত্র্যকে একটি হেরিটেজ হাবের মাধ্যমে তুলে ধরা হবে। এই প্রকল্প সফল করতে তিনি সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পর্যটন দফতরের সচিব ইউ কে চাকমা এবং ধন্যবাদ জ্ঞাপন করেন দফতরের অধিকর্তা প্রশান্ত বাদল নেগি। সভাপতিত্ব করেন জিরানীয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান প্রীতম দেবনাথ। এছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিত শীল, জিরানীয়া বিএসি'র চেয়ারম্যান শোভামনি দেববর্মা, জিরানীয়া নগর পঞ্চায়েতের চেয়ারপার্সন রতন কুমার দাসসহ অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande