
মরক্কো, ৬ জানুয়ারি (হি.স.): সোমবার আফ্রিকা কাপ অফ নেশনস-এর শেষ ষোলোর ম্যাচে অ্যাডেমোলা লুকম্যানের অসাধারণ পারফর্মেন্সে ভিক্টর ওসিমহেনের জোড়া গোলে নাইজেরিয়া ৪-০ গোলে মোজাম্বিকের বিপক্ষে জয়লাভ করে।
নাইজেরিয়ার আধিপত্য প্রায় সম্পূর্ণ ছিল কারণ লুকম্যান প্রথম গোলটি করেন এবং তিনটি অ্যাসিস্ট করেন যার ফলে তার দল কোয়ার্টার ফাইনালে পৌঁছায়। তারা কোয়ার্টার ফাইনালে আলজেরিয়া অথবা কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রের মুখোমুখি হবে। অন্য গোলটি করেন আকর অ্যাডামস।
মরক্কোতে অনুষ্ঠিত টুর্নামেন্টে এই ম্যাচের স্কোরলাইন ছিল জয়ের সবচেয়ে বড় ব্যবধান। মোজাম্বিক, যারা এর আগে কখনও কাপ অফ নেশনস-এ নকআউট পর্বে খেলার যোগ্যতা অর্জন করেনি। নাইজেরিয়া শনিবার আলজেরিয়া অথবা ডিআর কঙ্গোর সঙ্গে খেলবে।
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি