দিল্লিতে দূষণ ইস্যুতে মঙ্গলেও বিক্ষোভ এএপি-র, তোপ বিজেপি-কে
নয়াদিল্লি, ৬ জানুয়ারি (হি.স.): দিল্লিতে বায়ুদূষণ ইস্যুতে মঙ্গলবারও বিক্ষোভ প্রদর্শন করলো আম আদমি পার্টি (এএপি)। রেখা গুপ্তা সরকারের বিরুদ্ধে স্লোগান দেন তাঁরা। এদিন দিল্লি বিধানসভার কাছে সিভিল লাইনসের চাঁদগি রাম আখাড়ায় দূষণ সমস্যা নিয়ে বিজেপি-নেতৃত
দিল্লিতে দূষণ ইস্যুতে মঙ্গলেও বিক্ষোভ এএপি-র, তোপ বিজেপি-কে


নয়াদিল্লি, ৬ জানুয়ারি (হি.স.): দিল্লিতে বায়ুদূষণ ইস্যুতে মঙ্গলবারও বিক্ষোভ প্রদর্শন করলো আম আদমি পার্টি (এএপি)। রেখা গুপ্তা সরকারের বিরুদ্ধে স্লোগান দেন তাঁরা। এদিন দিল্লি বিধানসভার কাছে সিভিল লাইনসের চাঁদগি রাম আখাড়ায় দূষণ সমস্যা নিয়ে বিজেপি-নেতৃত্বাধীন দিল্লি সরকারের বিরুদ্ধে প্রতিবাদ দেখান এএপি-র নেতা-কর্মীরা।

এএপি বিধায়ক কুলদীপ কুমার বলেন, সরকার যদি আলোচনা করতে চাইত, তাহলে এই পরিস্থিতি তৈরি হতো না। তাঁরা আমাদের বিধানসভায় ঢুকতে দিচ্ছে না। তাঁরা সমগ্র দিল্লিকে দূষণের মধ্যে ঠেলে দিয়েছে। পুরো দিল্লি শ্বাসরুদ্ধকর অবস্থায় আছে। সরকার কী করছে। তারা শুধু দেখছে, কে মাস্ক পরছে। তাঁরা তথ্য চুরি করছে এবং বিকৃত করছে। মুখ্যমন্ত্রী যদি আমাকে আশ্বাস দেন, মাস্ক খুলে ফেললে দূষণ শেষ হয়ে যাবে, তাহলে আমি তাই করব। কিন্তু এটা হওয়ার নয়। এটা তখনই হবে যখন তিনি বিষয়টি নিয়ে গুরুত্ব সহকারে কাজ করবেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande