
আহমেদাবাদ, ৬ জানুয়ারি (হি.স.): গুজরাটের আহমেদাবাদ ও রাজকোটের আদালতে বোমার হুমকির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। সিটি সিভিল কোর্টকে নিশানা করে বোমা হামলার হুমকির প্রেক্ষিতে আহমেদাবাদে সতর্কতা জারি করা হয়েছে। পুলিশ, বম্ব ডিসপোজাল স্কোয়াড এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান এবং পুরো আদালত চত্বর জুড়ে ব্যাপক তল্লাশি চালান।
এদিনই রাজকোট জেলা আদালতও বোমার হুমকি পায়। বম্ব ডিসপোজাল স্কোয়াড, ডগ স্কোয়াড, এসওজি এবং স্থানীয় পুলিশ মোতায়েন করা হয়। সতর্কতা হিসাবে, আদালত চত্বর খালি করা হয় এবং একটি বিশদ অনুসন্ধান অভিযান চালানো হয়। নিরাপত্তা কঠোর করা হয়েছে এবং পুলিশ সম্ভাব্য সব সমস্ত দিক খতিয়ে দেখে তদন্ত করছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ