মাউ রেল স্টেশনে বোমাতঙ্ক, জোরদার তল্লাশি
লখনউ, ৬ জানুয়ারি (হি.স.): উত্তর প্রদেশের মাউ রেল স্টেশনে বোমাতঙ্কে ফাঁকা করা হল স্টেশন চত্বর। ফোনে বোমা হুমকির জেরে মঙ্গলবার সেখানে আতঙ্কের পরিবেশ তৈরি হয়। সকালে কাশী এক্সপ্রেসে বোমা রয়েছে বলে হুমকি মেল আসে। বোমাতঙ্কের খবর পাওয়া মাত্র ওই রেল স্টেশ
মাউ স্টেশন


লখনউ, ৬ জানুয়ারি (হি.স.): উত্তর প্রদেশের মাউ রেল স্টেশনে বোমাতঙ্কে ফাঁকা করা হল স্টেশন চত্বর। ফোনে বোমা হুমকির জেরে মঙ্গলবার সেখানে আতঙ্কের পরিবেশ তৈরি হয়। সকালে কাশী এক্সপ্রেসে বোমা রয়েছে বলে হুমকি মেল আসে। বোমাতঙ্কের খবর পাওয়া মাত্র ওই রেল স্টেশনে পুলিশ সুপার এবং অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে বিরাট পুলিশ বাহিনী সেখানে পৌঁছে যায়। তড়িঘড়ি নিরাপত্তা রক্ষীরা প্ল্যাটফর্ম চত্বর ফাঁকা করে দেন। যাত্রীদের সেখান থেকে সরিয়ে দিয়ে তল্লাশি শুরু করে রেল পুলিশ। রেলের অধিকারিকেরা জানাচ্ছেন, প্রাথমিক ভাবে ওই হুমকিটি ভুয়ো ছিল বলে মনে করা হচ্ছে। ফোন কলের উৎস খুঁজে বার করার চেষ্টা চলছে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande