
নয়াদিল্লি, ৬ জানুয়ারি (হি.স.): টিভিকে প্রধান বিজয়কে কারুর পদপিষ্ট মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করল সিবিআই। সিবিআই সূত্রে জানা গেছে, কারুর পদপিষ্ট মামলায় তদন্তের জন্য সিবিআই টিভিকে প্রধান বিজয়কে ১২ জানুয়ারি সিবিআইয়ের সদর দফতরে জিজ্ঞাসাবাদের জন্য হাজির হওয়ার জন্য তলব করেছে। উল্লেখ্য, এই ঘটনার তদন্তে সিবিআই টিভিকে-র বেশ কয়েকজন পদাধিকারীকে জিজ্ঞাসাবাদ করেছে।
প্রসঙ্গত, গত বছরের সেপ্টেম্বর মাসে বিজয়ের সমাবেশের সময়ে পদদলিত হয়ে ৪১ জনের মৃত্যু হয়। আহত হয়েছিলেন কমপক্ষে আরও ৬০ জন। অভিযোগ, যেখানে সমাবেশ হয়েছিল সেখানকার লোকধারণ ক্ষমতা ছিল প্রায় দশ হাজার। অথচ, সেখানে জন সমাবেশ হয়েছিল তিরিশ হাজারেরও বেশি। যে কারণে ওই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বলে অভিযোগ। বিজয় সন্ধে সাতটার দিকে সমাবেশে হাজির হলে ভিড় অস্বাভাবিক বেড়ে যায়। অনেকেই গাছে, ছাদে, বিদ্যুতের তারে উঠে পড়েন, যা কে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার আশঙ্কায় কর্তৃপক্ষকে বিদ্যুৎসংযোগ কেটে দিতে হয়। বিজয় পৌঁছানোর পরেই ধাক্কাধাক্কি শুরু হয়। ভিড় ছত্রভঙ্গ করতে লাঠি চালায় পুলিশ। ঘটনার পরে মৃতদের প্রত্যেক পরিবারের জন্য ২০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেন বিজয়।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ