উত্তর প্রদেশে খসড়া ভোটার তালিকা প্রকাশিত, পূর্ণাঙ্গ লিস্ট মিলবে ৬ মার্চ
লখনউ, ৬ জানুয়ারি (হি.স.): বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) পর নির্বাচন কমিশন মঙ্গলবার উত্তর প্রদেশের খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে। এদিন বিকেলে লখনউতে এক সাংবাদিক সম্মেলনে বিস্তারিত তথ্য জানিয়ে উত্তর প্রদেশের রাজ্য নির্বাচনী আধিকারিক নবদীপ রিনওয়া
উত্তর প্রদেশে খসড়া ভোটার তালিকা প্রকাশিত, পূর্ণাঙ্গ লিস্ট মিলবে ৬ মার্চ


লখনউ, ৬ জানুয়ারি (হি.স.): বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) পর নির্বাচন কমিশন মঙ্গলবার উত্তর প্রদেশের খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে। এদিন বিকেলে লখনউতে এক সাংবাদিক সম্মেলনে বিস্তারিত তথ্য জানিয়ে উত্তর প্রদেশের রাজ্য নির্বাচনী আধিকারিক নবদীপ রিনওয়া জানান, খসড়া ভোটার তালিকায় ১২ কোটি ৫৫ লক্ষ ৫৬ হাজার ২৫ জন ভোটারের নাম রয়েছে।

তিনি জানান, বিদ্যমান ভোটার তালিকার ৮১.৩০ শতাংশ ভোটার নতুন খসড়া ভোটার তালিকার জন্য তাদের ফর্ম পূরণ করে নাম নিবন্ধন করেছেন। বিদ্যমান ভোটার তালিকায় মোট ১৫ কোটি ৪৪ লক্ষ ৩০ হাজার ৯২ জন ভোটার ছিলেন।

সুতরাং, নির্বাচন কমিশন কর্তৃক প্রকাশিত নতুন খসড়া ভোটার তালিকায় মোট ২.৮৯ কোটি ভোটারের নাম পাওয়া যায়নি, যা বিদ্যমান ভোটার তালিকার ১৮.৭০ শতাংশ। তিনি বলেন, এসআইআর প্রক্রিয়ার সময় ৪৬.২৩ লক্ষ ভোটারকে মৃত হিসেবে পাওয়া গেছে, যা বিদ্যমান ভোটার তালিকার ২.৯৯ শতাংশ। বিএলওদের দ্বারা এসআইআর প্রক্রিয়ার সময় ২.১৭ কোটি ভোটারের নাম খুঁজে পাওয়া যায়নি, যা বিদ্যমান ভোটার তালিকার ১৪.০৪ শতাংশ। ২৫.৪৭ লক্ষ ভোটারের নাম ভোটার তালিকার একাধিক স্থানে পাওয়া গেছে, যা বিদ্যমান ভোটার তালিকার ১.৬৫ শতাংশ।

নবদীপ রিনওয়া জানান, দাবি ও আপত্তি জানানোর সময়সীমা ৬ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। ৬ জানুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত নোটিশ পর্যায়ে দাবি ও আপত্তির বিষয়ে সিদ্ধান্ত নিষ্পত্তি করা হবে। উত্তর প্রদেশের চূড়ান্ত ভোটার তালিকা ৬ মার্চ প্রকাশিত হবে। এরপর নাগরিকদের দাবি ও আপত্তি জানানোর জন্য এক মাস সময় থাকবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande