ধর্মীয় স্থানে প্রদীপ জ্বালানো যাবে, মাদ্রাজ হাইকোর্টে বড় ধাক্কা ডিএমকে-র
চেন্নাই, ৬ জানুয়ারি (হি.স.): মাদ্রাজ হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মঙ্গলবার বড় ধাক্কা খেল তামিলনাড়ুর স্টালিন সরকার। ওই হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ নির্দেশ দিয়েছিল, মাদুরাইতে থিরুপারানকুন্দ্রম পাহাড়ের উপর দরগার কাছের স্তম্ভে বাতি (কাঠিগাই দীপম) বিশেষ একটি
ধর্মীয় স্থানে প্রদীপ জ্বালানো যাবে, মাদ্রাজ হাইকোর্টে বড় ধাক্কা ডিএমকে-র


চেন্নাই, ৬ জানুয়ারি (হি.স.): মাদ্রাজ হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মঙ্গলবার বড় ধাক্কা খেল তামিলনাড়ুর স্টালিন সরকার। ওই হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ নির্দেশ দিয়েছিল, মাদুরাইতে থিরুপারানকুন্দ্রম পাহাড়ের উপর দরগার কাছের স্তম্ভে বাতি (কাঠিগাই দীপম) বিশেষ একটি দিনে জ্বালানো যাবে। তাতে আইনশৃঙ্খলার অবনতি হবে এই যুক্তি দেখিয়ে ডিভিশন বেঞ্চে আপিল মামলা করেছিল তামিলনাড়ু সরকার। বিচারপতি জি গয়াচন্দ্রম এবং বিচারপতি কেকে রামাকৃষ্ণনের ডিভিশন বেঞ্চ সিঙ্গল বেঞ্চের রায় বহাল রেখেছে। ডিভিশন বেঞ্চের যুক্তি, আইনশৃঙ্খলা নিয়ে রাজ্য সরকারের আশঙ্কা অমূলক।

মাদ্রাজ হাইকোর্টের মাদুরাই ডিভিশন বেঞ্চ থিরুপপারানকুন্ড্রম পাহাড়ে প্রদীপ প্রজ্জ্বলন নিয়ে সিঙ্গেল বেঞ্চের নির্দেশ বহাল রেখেছে। বিচারপতি জি গয়াচন্দ্রণ এবং বিচারপতি কে কে রামকৃষ্ণনের ডিভিশন বেঞ্চ তাঁদের রায়ে বলেছেন, দীপাথুনের প্রস্তর স্তম্ভটি ভগবান সুব্রামানিয়া স্বামী মন্দিরেই অবস্থিত। বেঞ্চ বলেছে, এই স্থানে প্রদীপ জ্বালানো যেতে পারে। তবে কতজন সেখানে উপস্থিত থাকবেন, ভারতের প্রত্নতত্ত্ব বিভাগ, এ এস আই-এর সঙ্গে আলোচনার ভিত্তিতে তা নির্ধারণ করতে হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande