ডিএমকে ধারাবাহিকভাবে সনাতন ধর্মের উপহাস করেছে : পীযূষ গোয়েল
নয়াদিল্লি, ৬ জানুয়ারি (হি.স.): সনাতন ধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য ডিএমকে-র কঠোর সমালোচনা করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা পীযূষ গোয়েল। তাঁর অভিযোগ, ডিএমকে ধারাবাহিকভাবে সনাতন ধর্মের উপহাস করেছে। মঙ্গলবার দিল্লিতে বিজেপির সদর দফতরে এক
পীযূষ গোয়েল


নয়াদিল্লি, ৬ জানুয়ারি (হি.স.): সনাতন ধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য ডিএমকে-র কঠোর সমালোচনা করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা পীযূষ গোয়েল। তাঁর অভিযোগ, ডিএমকে ধারাবাহিকভাবে সনাতন ধর্মের উপহাস করেছে।

মঙ্গলবার দিল্লিতে বিজেপির সদর দফতরে এক সাংবাদিক সম্মেলনে পীযূষ গোয়েল বলেন, থিরুপারানকুন্দ্রমের দীপথুন সংক্রান্ত ঘটনাটি অত্যন্ত দুর্ভাগ্যজনক। মাননীয় বিচারকের রায়ের বিরুদ্ধে রাজ্য সরকারের আবেদন করার সিদ্ধান্তটি স্পষ্টভাবে হিন্দু ধর্ম এবং সনাতন ধর্মের প্রতি বিরুদ্ধাচারণ প্রতিফলিত করে এবং একটি হিন্দু-বিরোধী মানসিকতা প্রদর্শন করে। এটি হিন্দু ধর্মের প্রতি স্ট্যালিন, তাঁর ছেলে উদয়নিধি, ডিএমকে এবং ইন্ডি জোটের মিত্রদের ঘৃণাকেই প্রমাণ করে।

পীযূষ গোয়েল আরও বলেন, ইন্ডি জোটের এই দলটি এবং কয়েকটি দল এমন যে, যখন কোনও আদালতের রায় তাদের পক্ষে যায় না, তখন তারা আদালতের সাংবিধানিক কর্তৃত্বের ওপর আক্রমণ করে। তারা বিচারপতি এবং তাদের নিরপেক্ষতা নিয়ে কুৎসা রটায়, এবং তারপরও সংবিধান অক্ষুন্ন রাখার দাবি করে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande