(আপডেট) প্রয়াত প্রাক্তন প্রবীণ ক্রীড়া প্রশাসক সুরেশ কালমাডি
পুণে, ৬ জানুয়ারি (হি.স.): ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি এবং প্রবীণ ক্রীড়া প্রশাসক সুরেশ কালমাডি মঙ্গলবার ভোররাতে পুণের একটি হাসপাতালে ৮১ বছর বয়সে মারা গেছেন। দুই দশকেরও বেশি সময় ধরে তিনি ভারতীয় ক্রীড়া প্রশাসনে একজন উচ্চপদস
প্রাক্তন আইওএ এবং ২০১০ সিডব্লিউজি প্রধান সুরেশ কালমাদি আর নেই


পুণে, ৬ জানুয়ারি (হি.স.): ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি এবং প্রবীণ ক্রীড়া প্রশাসক সুরেশ কালমাডি মঙ্গলবার ভোররাতে পুণের একটি হাসপাতালে ৮১ বছর বয়সে মারা গেছেন।

দুই দশকেরও বেশি সময় ধরে তিনি ভারতীয় ক্রীড়া প্রশাসনে একজন উচ্চপদস্থ ব্যক্তিত্ব ছিলেন। কালমাডি ১৯৯৬ থেকে ২০১১ সাল পর্যন্ত আইওএ সভাপতির দায়িত্ব পালন করেছিলেন, যা তাকে দেশের শীর্ষ অলিম্পিক সংস্থার সবচেয়ে দীর্ঘস্থায়ী প্রধানদের একজন করে তুলেছিল।

তিনি কংগ্রেস নেতা হিসেবে সংসদে পুণের প্রতিনিধিত্ব করেছিলেন এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন| একইসঙ্গে ভারতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া সংস্থাগুলিতে তার অবস্থান ক্রমাগত সুসংহত করেছিলেন।

আইওএ সভাপতি হিসেবে, কালমাডির সেই সময়কালে বিরাট প্রভাব ছিল যখন ভারতীয় খেলাধুলা বিশ্বব্যাপী তার পদচিহ্ন প্রসারিত করছিল।

তিনি এশিয়ান অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন এবং আইএএএফ কাউন্সিলের সদস্য ছিলেন।

তাঁর সময়কালে আইওএ ২০০৮ সালের বেজিং অলিম্পিকে ভারত একটি ঐতিহাসিক সাফল্য অর্জন করে, যখন শ্যুটার অভিনব বিন্দ্রা দেশের প্রথম ব্যক্তিগত অলিম্পিক স্বর্ণপদক জিতেছিলেন। ২০১০ সালে দিল্লি যখন কমনওয়েলথ গেমস আয়োজন করেছিল, তখন তিনি আয়োজক কমিটির চেয়ারম্যানও ছিলেন।

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande