অনূর্ধ্ব-১৯: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের সিরিজ জয়
বেনোনি, ৬ জানুয়ারি (হি.স.) : সোমবার বেনোনির উইলোমুর পার্কে বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় যুব ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে বৈভব সূর্যবংশীর দুরন্ত পঞ্চাশ এবং কিষাণ সিংয়ের চার বলের সুবাদে ভারত অনূর্ধ্ব-১৯ দল আট উইকেটে জয়লাভ করেছে ডিএল
অনূর্ধ্ব-১৯: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের সিরিজ জয়


বেনোনি, ৬ জানুয়ারি (হি.স.) : সোমবার বেনোনির উইলোমুর পার্কে বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় যুব ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে বৈভব সূর্যবংশীর দুরন্ত পঞ্চাশ এবং কিষাণ সিংয়ের চার বলের সুবাদে ভারত অনূর্ধ্ব-১৯ দল আট উইকেটে জয়লাভ করেছে ডিএলএস পদ্ধতিতে।

১৫ জানুয়ারি জিম্বাবুয়ে এবং নামিবিয়ায় শুরু হতে যাওয়া আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে ভারত তিন ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জয় করেছে।

কিষাণের ৪/৪৬ এবং আরএস আমব্রিশের দুই উইকেট শিকারের ফলে ভারত দক্ষিণ আফ্রিকাকে ৫০ ওভারের মধ্যে ২৪৫ রানে অলআউট করে।

দক্ষিণ আফ্রিকার জেসন রাউলস সর্বোচ্চ ১১৪ রান করেন। কিন্তু অপর প্রান্ত থেকে খুব একটা সমর্থন পাননি।

ভারতের ভারপ্রাপ্ত অধিনায়ক সূর্যবংশী ২৪ বলে ৬৮ (১x৪, ১০x৬) রান করে দলকে দুর্দান্ত শুরু এনে দেন। বৃষ্টি ও বজ্রপাতের কারণে সফরকারীদের লক্ষ্যমাত্রা ২৭ ওভারে ১৭৪ রানে নেমে আসে।

চৌদ্দ বছর বয়সী সূর্যবংশী মাত্র ১৫ বলে তার পঞ্চাশ রান করে আরেকটি মাইলফলক অর্জন করেন - যা ওয়ানডেতে দ্রুততম। তিনি এই ফর্ম্যাটে দ্রুততম শতকের মালিকও।

তার আউটের পর, বেদান্ত ত্রিবেদী (৩১*) এবং অভিজ্ঞান কুন্ডু (৪৮*) তৃতীয় উইকেটে ৮১ রানের জুটি গড়ে ২৪তম ওভারে ভারতকে জয় এনে দেন।

বুধবার একই ভেন্যুতে ভারত ও দক্ষিণ আফ্রিকা তৃতীয় ওয়ানডে খেলবে।

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande