১৩ জানুয়ারি গুয়াহাটিতে ফিফা বিশ্বকাপ ট্রফির প্রদর্শন
গুয়াহাটি, ৭ জানুয়ারি (হি.স.) : ক্রীড়াক্ষেত্রে এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চলেছে অসম। প্রথমবারের মতো রাজ্যে আসছে বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ প্রতীক ফিফা বিশ্বকাপ ট্রফি। ফিফা ট্রফির আগমন ফুটবলপ্রেমী ও তরুণ ক্রীড়াবিদদের জন্য এক গুরুত্বপ
ফিফা বিশ্বকাপ ট্রফি


গুয়াহাটি, ৭ জানুয়ারি (হি.স.) : ক্রীড়াক্ষেত্রে এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চলেছে অসম। প্রথমবারের মতো রাজ্যে আসছে বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ প্রতীক ফিফা বিশ্বকাপ ট্রফি। ফিফা ট্রফির আগমন ফুটবলপ্রেমী ও তরুণ ক্রীড়াবিদদের জন্য এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

আজ বুধবার দিশপুরের ভোগেশ্বরী ফুকনানি ইন্ডোর স্টেডিয়ামের কনফারেন্স হল-এ আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা করেছেন অসমের ক্রীড়া ও যুবকল্যাণ দফতরের মন্ত্রী নন্দিতা গার্লোসা। মন্ত্রী জানান, ১৩ জানুয়ারি গুয়াহাটিতে পৌঁছাবে ঐতিহ্যবাহী এই ট্রফি।

বিস্তারিত তথ্য দিয়ে ক্রীড়ামন্ত্রী গার্লসা জানান, আগামী ১৩ জানুয়ারি সকাল ১০টায় ট্রফিটি গুয়াহাটিতে এসে পৌঁছাবে। বিকাল ৩.০০টা থেকে বর্ষাপাড়া স্টেডিয়ামে জনসাধারণের জন্য প্রদর্শনের ব্যবস্থা করা হবে। এতে ফুটবলপ্রেমীরা কাছ থেকে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ক্রীড়া ট্রফি দেখার বিরল সুযোগ পাবেন।

রাত ৮.৩০ মিনিটে মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা ট্রফি প্রদর্শনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। তিনি জানান, ১২ বছর পর আবার ভারতে ফিরে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। যার ফলে এই অনুষ্ঠানকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে। অনুষ্ঠানে প্রবেশ সম্পূর্ণ বিনামূল্যে জানান মন্ত্ৰী।

নন্দিতা জানান, উৎসবের আমেজ বাড়াতে বিকাল ৩.০০টা থেকে কোক স্টুডিও মঞ্চে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। মঞ্চে জনপ্রিয় শিল্পী শঙ্কুরাজ এবং রিতো রিবা সহ আরও অনেকে তাঁদের কলা পরিবেশন করবেন, জানান মন্ত্রী।

অসমে ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুর রাজ্যে ফুটবলের প্রতি আগ্রহ বাড়াবে, নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং ভারতের ক্রীড়া মানচিত্রে অসমের ক্রমবর্ধমান গুরুত্বকে আরও দৃঢ় করবে বলে আশা ব্যক্ত করেছেন মন্ত্রী নন্দিতা গার্লোসা।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande