ইমরানকে দেখার অনুমতি মেলেনি, জেলের বাইরে প্রার্থনা আলিমার
রাওয়ালপিন্ডি, ৭ জানুয়ারি (হি.স.): জেলবন্দি পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে জেলে গিয়ে দেখা করতে পারলেন না তাঁর বোন আলিমা খানুম। অগত্যা, জেলের বাইরেই ভাইয়ের মঙ্গল কামনায় প্রার্থনা করলেন তিনি। ইমরান খান রাওয়ালপিন্ডির জেলে বন্দি রয়েছেন,
ইমরানকে দেখার অনুমতি মেলেনি, জেলের বাইরে প্রার্থনা আলিমার


রাওয়ালপিন্ডি, ৭ জানুয়ারি (হি.স.): জেলবন্দি পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে জেলে গিয়ে দেখা করতে পারলেন না তাঁর বোন আলিমা খানুম। অগত্যা, জেলের বাইরেই ভাইয়ের মঙ্গল কামনায় প্রার্থনা করলেন তিনি। ইমরান খান রাওয়ালপিন্ডির জেলে বন্দি রয়েছেন, বুধবার ইমরানকে দেখতে জেলে যান আলিমা, কিন্তু জেল কর্তৃপক্ষ তাঁকে ঢুকতে দেয়নি।

এরপর আলিমা ও পিটিআই সমর্থকরা জেলের বাইরে প্রার্থনা করেন। এক পিটিআই নেতা বলেন, আমরা গত দুই বছর ধরে ইমরান খানের সঙ্গে দেখা করার চেষ্টা করছি। আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও জেল কর্তৃপক্ষ পরিবারকে তাঁর সঙ্গে দেখা করতে দিচ্ছে না। তার বোন এবং তার দলের লোকদেরও তার সাথে দেখা করতে দেওয়া হচ্ছে না। এমনকি তার আইনজীবীদেরও তার সাথে দেখা করতে দেওয়া হচ্ছে না। তাকে তার আইনি অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। আমরা তার সাথে দেখা করার চেষ্টা চালিয়ে যাব।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande