নেতানিয়াহুর সঙ্গে ফের কথা প্রধানমন্ত্রীর, সন্ত্রাস-সহ নানা বিষয়ে হয়েছে আলোচনা
নয়াদিল্লি, ৭ জানুয়ারি (হি.স.): ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সন্ত্রাসবাদ-সহ নানা বিষয়ে তাঁদের মধ্যে কথা হয়েছে। প্রধানমন্ত্রী নিজেই বুধবার এক্স মাধ্যমে জানান, আমার বন্ধু প্রধান
নেতানিয়াহুর সঙ্গে ফের কথা প্রধানমন্ত্রীর, সন্ত্রাস-সহ নানা বিষয়ে হয়েছে আলোচনা


নয়াদিল্লি, ৭ জানুয়ারি (হি.স.): ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সন্ত্রাসবাদ-সহ নানা বিষয়ে তাঁদের মধ্যে কথা হয়েছে।

প্রধানমন্ত্রী নিজেই বুধবার এক্স মাধ্যমে জানান, আমার বন্ধু প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলতে পেরে আনন্দিত এবং তাঁকে ও ইজরায়েলের জনগণকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছি। আমরা আগামী বছরে ভারত-ইজরায়েল কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার উপায় নিয়ে আলোচনা করেছি। আমরা আঞ্চলিক পরিস্থিতি নিয়েও মতবিনিময় করেছি এবং আরও দৃঢ় সংকল্পের সঙ্গে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করার আমাদের অভিন্ন অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছি।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande