বৃহস্পতিবারও পথকুকুর সংক্রান্ত মামলার শুনানি সুপ্রিম কোর্টে
নয়াদিল্লি, ৮ জানুয়ারি (হি.স.): বৃহস্পতিবারও পথকুকুর সংক্রান্ত মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। তিন বিচারপতির বেঞ্চে মামলাটি চলছে। বুধবার পশুপ্রেমী পক্ষের বক্তব্য শুনেছে সুপ্রিম কোর্ট। উঠে এসেছে বিভিন্ন ভুক্তভোগীদের বক্তব্যও। আদালত মনে করছে, শ
সুপ্রিম কোর্ট


নয়াদিল্লি, ৮ জানুয়ারি (হি.স.): বৃহস্পতিবারও পথকুকুর সংক্রান্ত মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। তিন বিচারপতির বেঞ্চে মামলাটি চলছে। বুধবার পশুপ্রেমী পক্ষের বক্তব্য শুনেছে সুপ্রিম কোর্ট। উঠে এসেছে বিভিন্ন ভুক্তভোগীদের বক্তব্যও। আদালত মনে করছে, শুধু কামড় নিয়েই উদ্বেগ নয়, কুকুরের ভয়ে পথেঘাটে অনেক দুর্ঘটনাও ঘটে যায়। সেটিও একটি উদ্বেগের বিষয়। কোন কুকুরের কখন কেমন ‘মুড’ থাকবে, তা কী ভাবে আগে থেকে কেউ বুঝবেন, তা নিয়েও বুধবার সংশয় প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট।

উল্লেখ্য, পথকুকুর মামলায় একগুচ্ছ অন্তর্বর্তী আবেদনের শুনানি চলছে সুপ্রিম কোর্টে। তাতেই বিচারপতি বিক্রম নাথ, বিচারপতি সন্দীপ মেহতা এবং বিচারপতি এন ভি অঞ্জারিয়ার বেঞ্চ বলেছে, কোনও পশু কাউকে কামড়ানোর মেজাজে আছে কি না, তা বোঝা কারও পক্ষেই সম্ভব নয়। রোগ হওয়ার আগেই প্রতিকার দরকার। বিচারপতিরা বলেন, কুকুর কামড়াতে পারে, না-ও পারে। কিন্তু তারা দুর্ঘটনা ঘটাতে পারে। রাস্তাঘাট, স্কুল, বিভিন্ন প্রতিষ্ঠানের চত্বরে কুকুরকে আমাদের কী প্রয়োজন?

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande