Custom Heading

পুজোয় চা বাগানের দুঃস্থ শিশুদের নতুন পোশাক দিলেন মাদারিহাট উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা
মেটেলি, ১৩ অক্টোবর (হি.স) : প্রতি বছরের মত এবারও পুজোয় চা বাগানের দুঃস্থ শিশুদের নতুন পোশাক দিলেন মা
পুজোয় চা বাগানের দুঃস্থ শিশুদের নতুন পোশাক দিলেন মাদারিহাট উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা


মেটেলি, ১৩ অক্টোবর (হি.স) : প্রতি বছরের মত এবারও পুজোয় চা বাগানের দুঃস্থ শিশুদের নতুন পোশাক দিলেন মাদারিহাট উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা কেশবী ওরাওঁ ।

বুধবার মহাষ্টমীর দিন মাদারিহাট উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা কেশবী ওরাওঁ মেটেলি জার্নালিস্ট ক্লাবের সহযোগিতায় মেটেলি ব্লকের চিলোনি চা বাগানের ১০ জন দুঃস্থ শিশুকে নতুন পোশাক দেন। সঙ্গে ছিলেন মেটেলি জার্নালিস্ট ক্লাবের কোষাধ্যক্ষ অনিল ছেত্রী। কেশবী ওরাওঁ জানান, প্রতি বছর পুজোতেই তিনি দুঃস্থ শিশুদের নতুন পোশাক দেন। জামাকাপড় পেয়ে খুশি শিশুরাও। হিন্দুস্থান সমাচার / কাকলি


 rajesh pande