শিলিগুড়ির মাতৃকুটিরের পুজোয় পৌরোহিত্য করছেন মহিলারাই
শিলিগুড়ি, ১৩ অক্টোবর (হি.স) : গত বছরের মত এবারও শিলিগুড়ির পূর্ব বিবেকানন্দ পল্লীর মাতৃকুটিরের দ
শিলিগুড়ির মাতৃকুটিরের পুজোয় পৌরোহিত্য করছেন মহিলারাই


শিলিগুড়ি, ১৩ অক্টোবর (হি.স) : গত বছরের মত এবারও শিলিগুড়ির পূর্ব বিবেকানন্দ পল্লীর মাতৃকুটিরের দুর্গাপুজো করছেন মহিলা পুরোহিত । পুরুষ পুরোহিতদের মত তাঁরাও সমস্ত নিয়ম নিষ্ঠা মেনেই করছেন পূজা অর্চনা ।

গত দু বছর ধরে মহিলা পুরোহিত দিয়েই চলছে শিলিগুড়ির পূর্ব বিবেকানন্দ পল্লীর মাতৃকুটিরের দুর্গাপুজো । পুজোর আয়োজনে যেমন অনেক ক্ষেত্রেই পুরুষদের থেকে মহিলারা এগিয়ে থাকছে সেক্ষেত্রে পুজোও তারাও নিষ্ঠার সাথে করতে পারবে এমন ভাবনা থেকেই মহিলা পুরোহিত দিয়ে পুজোর শুরু মাতৃকুটিরে। আগামীতেও এমনটাই চলবে বলে জানিয়েছেন মাতৃকুটিরের পুজোর অন্যতম উদ্যোক্তা প্রিয়ংবদা বিশ্বাস।

তাঁর কথায়, সব কিছুতেই যদি মহিলারা পায়ে পা মিলিয়ে পুরুষের সঙ্গে চলতে পারে তাহলে পুজোতে তাঁরা বাদ যাবেন কেন। যারা পুজো করলেন শিখা চক্রবর্তী- জয়া চক্রবর্তীরা জানান, শাস্ত্রে যদি বিধান থাকতে পারে মায়ের আরাধনায় কোনও বাধা থাকতে পারে না। হিন্দুস্থান সমাচার / কাকলি


 rajesh pande