মেন্ধার থেকে জঙ্গিদের তথ্য পাচার করার সন্দেহে আটক ৩
জম্মু, ১৭ অক্টোবর (হি. স.) : নিরাপত্তা বাহিনীর ধরপাকড়ে রবিবার সকালেই জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলার
মেন্ধার থেকে জঙ্গিদের তথ্য পাচার করার সন্দেহে আটক ৩


জম্মু, ১৭ অক্টোবর (হি. স.) : নিরাপত্তা বাহিনীর ধরপাকড়ে রবিবার সকালেই জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলার মেন্ধার থেকে তিনজনকে আটক করে নিরাপত্তা বাহিনী। তারা জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের মদত দিচ্ছিল বলে অভিযোগ।

একের পর এক জঙ্গি হানায় ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে জম্মু-কাশ্মীর। শনিবারই উপত্যকায় এক ফুচকা বিক্রেতা ও কাঠের শ্রমিককে হত্যা করে জঙ্গিরা। বিগত কয়েক সপ্তাহ ধরেই সেনা বাহিনী ও উপত্যকার সাধারণ মানুষদের উপর লাগাতার হামলার জবাব দিতে প্রায় প্রতিদিনই জঙ্গিদের সঙ্গে এনকাউন্টারে জড়াচ্ছে পুলিশ ও নিরাপত্তা বাহিনী।

মেন্ধারে বিগত এক সপ্তাহ ধরেই এনকাউন্টার অভিযান চলছে। জঙ্গলের ভিতরে জঙ্গিদের গোপন ঘাঁটি খুঁজতে গিয়ে গুলির লড়াইয়ে ৯ জন সেনা জওয়ানের মৃত্যুও হয়েছে। বিগত কয়েক মাস ধরেই সংখ্যালঘুদের নিশানা করে যে হামলা হচ্ছে, তা রুখতেই এই জঙ্গি দমন অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী, এমনটাই জানানো হয়েছে। একইসঙ্গে বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করে কেন্দ্রের তরফেও শ্রীনগরে কেন্দ্রীয় গোয়েন্দা বিভাগের এক শীর্ষ আধিকারিককে পাঠানো হয়েছে। হিন্দুস্থান সমাচার / সোনালি


 rajesh pande