বুনিয়াদপুরে লরির ধাক্কায় গৃহবধূর মৃত্যু, প্রাণে বাঁচলেন একজন
বুনিয়াদপুর (দক্ষিণ দিনাজপুর), ১৪ মে (হি.স.): দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুরে ফুল তুলতে গিয়ে পাথর
গৃহবধূর মৃত্যু


বুনিয়াদপুর (দক্ষিণ দিনাজপুর), ১৪ মে (হি.স.): দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুরে ফুল তুলতে গিয়ে পাথরবোঝাই লরির নীচে চাপা পড়ে মৃত্যু হল এক গৃহবধূর। মৃতার নাম তিলোত্তমা ভগত (৩৮)। আহত হয়েছেন আরও একজন। শনিবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে ৫১২ নম্বর জাতীয় সড়কে পাথরঘাটা পশ্চিমাপাড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে ওই গৃহবধূ জাতীয় সড়কের ধারে ফুল তুলছিলেন। সেইসময় ১৬ চাকার পাথরবোঝাই একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে পাথরঘাটা ব্রিজ পার করে মূল রাস্তা থেকে বাদিকে নেমে প্রথমে একটি আম গাছে ধাক্কা মারে। সামনেই এক ব্যক্তি বাড়ির সামনে গোরু বাঁধছিলেন। দুর্ঘটনায় আহত হন তিনি। তবে তাঁর আঘাত গুরুতর নয়।

রাস্তার ধারে তিলোত্তমাদেবী ফুল তুলছিলেন। লরিটি নেমে আসছে দেখে বাঁচার জন্য মূল রাস্তার দিকে যেতেই ঘটে বিপত্তি। কিছু বুঝে ওঠার আগেই লরিটি ওই মহিলাকে ধাক্কা মেরে উলটে যায়। লরির নীচে চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই মহিলার। প্রাথমিকভাবে অনুমান, চালক ঘুমিয়ে পড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটে। এদিন দুর্ঘটনার জেরে জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। যান চলাচল স্তব্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর থেকে চালক ও খালাসি পলাতক। লরিটিকে আটক করা হয়েছে।

হিন্দুস্থান সমাচার। রাকেশ।


 rajesh pande