ইটাহারে লরির ধাক্কায় মৃত্যু ২ মহিলার, আহত ৫
ইটাহার, ২৮ মে (হি. স.) : শনিবার সকালে মর্মান্তিক এক দুর্ঘটনায় মৃত্যু হল ২ মহিলার। এক লরির ধাক্কায় গ
ইটাহারে লরির ধাক্কায় মৃত্যু ২ মহিলার, আহত ৫


ইটাহার, ২৮ মে (হি. স.) : শনিবার সকালে মর্মান্তিক এক দুর্ঘটনায় মৃত্যু হল ২ মহিলার। এক লরির ধাক্কায় গুরুতর জখম হন আরও ৫ জন। সকালে এই ঘটনাটি ঘটে উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানা এলাকার মারনাই অঞ্চলের বালিয়া পাড়া ব্রিজ সংলগ্ন ৩৪ নং জাতীয় সড়কে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ২ মহিলার নাম সামিজা বেওয়া (৬০), নুরেমা বিবি (৫৬)। শনিবার সকালে একটি টোটোতে চেপে মহিলা পুরুষ মিলিয়ে একই পরিবারের ৭ জন ইটাহারে যাচ্ছিলেন। তাঁরা মালদা জেলার সামসি এলাকার বাসিন্দা। টোটোটি গাজল হয়ে ইটাহারে দিকে আসার সময় ৩৪ নং জাতীয় সড়কে ঘটে এই মর্মান্তিক ঘটনা। রাস্তায় একটি লরি এসে আচমকা টোটোটিতে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় সামিজা বেওয়া নামে এক মহিলার। তাঁর বয়স আনুমানিক ৬০ বছর।

বাকিরা প্রত্যেকে গুরুতর আহত হন। তাঁদেরকে চিকিৎসার জন্য তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে নুরেমা বিবি নামে টোটো যাত্রীর মৃত্যু হয়। তাঁর আনুমানিক বয়স ৫৬ বছর। বাকি ৫ আহত আশঙ্কাজনক অবস্থায় রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই মর্মান্তিক ঘটনার খবর ছড়িয়ে পড়তে জাতীয় সড়কে ভিড় জমান স্থানীয়রা। অবরুদ্ধ হয়ে পড়ে রাস্তা। ঘটনার খবর দেওয়া হয় ইটাহার থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে। পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘাতক লরির খোঁজে সন্ধান চালাচ্ছে ইটাহার থানার পুলিশ।

হিন্দুস্থান সমাচার/ অশোক


 rajesh pande