নিয়োগ দুর্নীতি মামলায় এবার এক প্রোমোটারের বাড়িতে ইডি
কলকাতা, ১৮ মার্চ (হি স)। এবার ইডির নজর সল্টলেকে। শনিবার সল্টলেকের এফডি ব্লকের অয়ন শীল নামে এক প্রোমো
নিয়োগ দুর্নীতি মামলায় এবার এক প্রোমোটারের বাড়িতে ইডি


কলকাতা, ১৮ মার্চ (হি স)। এবার ইডির নজর সল্টলেকে। শনিবার সল্টলেকের এফডি ব্লকের অয়ন শীল নামে এক প্রোমোটারের খোঁজে অভিযান চলে ইডির তদন্তকারী আধিকারিকদের।

সল্টলেকের এফডি ব্লকের ৩৮৮ নম্বর বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার প্রায় জনা ছয়েক অফিসার আসেন। জানা যায়, অয়ন হল নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার শান্তনু বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ। চুঁচুড়ায় শান্তনুর সঙ্গে একাধিক প্রকল্প করেছেন অয়ন। সল্টলেকের এফডি ব্লকের বাড়িটি অয়নের নিজের নয়, ভাড়া থাকেন। প্রায় তিন বছর ধরে এই বাড়ির একতলা ভাড়া নিয়ে আছেন তিনি।

জানা যায়, চুঁচুড়ার জগুদাসপাড়া এলাকায় শান্তনুর একটি ফ্ল্যাট রয়েছে। আর সেই ফ্ল্যাটের প্রোমাটার অয়ন শীল। সেই সূত্র ধরে চুঁচুড়ায় অয়নের বাড়িতে গিয়েছিলেন ইডির অফিসাররা। কিন্তু শান্তনু সেই সময় সেখানে ছিলেন না। তার পরই সল্টলেকের এফডি ব্লকের এই বাড়িতে হানা। এফডি ব্লকের ওই বাড়ির মালিক শৈবাল চক্রবর্তীর বক্তব্য, অয়ন আজ সকালেই বাড়ি থেকে বেরিয়ে যায়। ইডি তাঁকে ডেকেছে, সেই কথা জানিয়ে চন্দননগরে চলে যায় অয়ন।

হিন্দুস্থান সমাচার/ অশোক




 

 rajesh pande