গুয়াহাটি, ১ অক্টোবর (হি.স.) : পরিষ্কার-পরিচ্ছন্নতার প্রচার ও পরিবেশ রক্ষার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দিতে দেশব্যাপী ‘স্বচ্ছতা-হি সেবা ২০২৪’ শীৰ্ষক অভিযানে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের আধিকারিকরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। এই অভিযান ১৬ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে, শেষ হবে আগামীকাল ২ অক্টোবর। স্বচ্ছ ভারত মিশনের দশম বর্ষপূর্তি এবং জাতির পিতার প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাতে ২ অক্টোবর স্বচ্ছ ভারত দিবসের সমাপ্তি ঘটবে। এ বছরের থিম ‘স্বভাব স্বচ্ছতা-সংস্কার স্বচ্ছতা’, যার উদ্দেশ্য দেশজুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে জনগণের দায়বদ্ধতার ভূমিকা ও সম্মিলিত ব্যবস্থার ওপর গুরুত্ব আরোপ করা। উপযুক্ত পরিষ্কার-পরিচ্ছন্নতা মেনে চলা, প্রকাশ্যে মলত্যাগ বন্ধ করতে উৎসাহ দেওয়া এবং স্টেশন ও রেলওয়ে ট্র্যাক পরিষ্কার করে রাখা সম্পর্কে জনগণকে সচেতন করতে এই প্রচার অভিযান চালু করা হয়েছিল। রেলওয়ে কর্মী, তাঁদের পরিবারের সদস্য এবং যাত্রীদের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে প্রথমদিন থেকেই রেলওয়ে কলোনি, কর্মস্থল এবং স্টেশন চত্বরগুলিতে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
আজ উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা এক প্ৰেস বাৰ্তায় এ খবর জানিয়েছেন। তিনি জানান, ১৬ সেপ্টেম্বর উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য কার্যালয়ে স্বচ্ছতার শপথ গ্রহণের মাধ্যমে স্বচ্ছতা অভিযান শুরু হয়েছিল, যেখানে সমস্ত পিএইচওডি, এইচওডি এবং কর্মীরা অংশগ্রহণ করেছিলেন। গুয়াহাটি রেলওয়ে স্টেশনে সাফাইমিত্র সুরক্ষা শিবিরের আয়োজন করা হয়, যেখানে সাফাই মিত্রদের মধ্যে পিপিই কিটের পাশাপাশি সেফটি গিয়ার বিতরণ করা হয়। এই শিবিরে সাফাইমিত্রদের সামনে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন স্কিমের তথ্য তুলে ধরা হয়। নিউ তিনসুকিয়া, ডিব্রুগড় টাউন, রঙিয়া ও ডিব্রুগড়ে ডিভিশনাল রেলওয়ে চিকিৎসালয়ে সাফাইমিত্র সুরক্ষা শিবিরের সাথে সংগতি রেখে বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা শিবির স্থাপন করা হয়।
এভাবে ১৯ সেপ্টেম্বর মালিগাঁও অফিসার্স কলোনি থেকে রেলওয়ে স্টেডিয়াম পর্যন্ত আয়োজিত ওয়াকাথনে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজার চেতনকুমার শ্রীবাস্তব এবং অন্যান্য বরিষ্ঠ আধিকারিকরা নিজেদের পরিবারের সদস্যদের সাথে অংশগ্রহণ করেন। ‘স্বচ্ছ রেল, স্বচ্ছ ভারত’ স্লোগানের মাধ্যমে শুরু হওয়া এই ওয়াকাথন কর্মসূচি উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের সবগুলি ডিভিশনে আয়োজন করা হয়েছিল। স্বচ্ছ পরিবেশের সাথে সুস্থ জীবনযাপনকে উৎসাহিত করতে ‘স্বচ্ছতা-হি সেবা ২০২৪’-এর অনুষ্ঠানে সবগুলি ডিভিশনে বিভিন্ন ক্রীড়ানুষ্ঠানের আয়োজন করা হয়।
তিনি জানান, ‘স্বচ্ছতা-হি সেবা ২০২৪’ অভিযানের অংশ হিসেবে ‘এক পেড় মা-কে নাম’ শীর্ষক উদ্যোগের অধীনে মালিগাঁওয়ে আয়োজিত এক বৃক্ষরোপণ কর্মসূচিতে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজার চেতনকুমার শ্রীবাস্তব এবং উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজার (নির্মাণ) অরুণকুমার চৌধারী অন্যান্য বরিষ্ঠ আধিকারিকদের নেতৃত্ব দেন। এই অভিযানের উদ্যোগ হিসেবে ‘ওয়েস্টটুআর্ট’ ধারণা প্রচারের লক্ষ্যে গুয়াহাটি স্টেশনে বর্জ্য প্লাস্টিক পুনর্ব্যবহার করে উৎপাদিত সামগ্রী বিক্রির আয়োজন করা হয়েছিল। জনগণের মধ্যে স্বচ্ছতা এবং সুস্থতা বজায় রাখতে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের রেলওয়ে কলোনিগুলির ঘরে ঘরে পরিষ্কার-পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং আবর্জনা সংগ্রহের অভিযান চালানো হয়েছে।
হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা দাস