ধলাই জেলার সালেমা ব্লকের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান ১০০ জনের
ধলাই জেলার সালেমা ব্লকের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান ১০০ জনের
MLA observing voluntary Blood Donations


সালেমা (ত্রিপুরা), ১ অক্টোবর (হি.স.) : পিপলস্ প্ল্যান ক্যাম্পেইন কর্মসূচির আওতায় মঙ্গলবার ধলাই জেলার সালেমা আরডি ব্লকের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান করেছেন ১০০ জন।

স্বেচ্ছায় রক্তদান শিবিরে ব্লকের আধিকারিক, কর্মচারী, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সহ সদস্যরা উপস্থিত ছিলেন। রক্তদান শিবিরের উদ্বোধন করেন সুরমার বিধায়িকা স্বপ্না দাস পাল। তিনি এই উদ্যোগে যথেষ্ট উজ্জীবিত। পুজোর মুখে মহতী এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন বিধায়িকা।

এদিনের এই মহতী উদ্যোগ পুজোয় রোগীদের রক্তের প্রয়োজন মেটাতে বড় ভূমিকা নেবে বলে মনে করছেন সকলে।

হিন্দুস্থান সমাচার / অনীশ ভট্টাচার্য




 

 rajesh pande