বকেয়া টাকা মেটানোর দাবিতে দিল্লিতে মন্ত্রীর দফতরে তৃণমূলের প্রতিনিধিদল
নয়াদিল্লি, ১৭ ডিসেম্বর (হি স): বকেয়া মেটানোর দাবিতে, জলশক্তি মন্ত্রকের মন্ত্রী চন্দ্রকান্ত রঘুনাথ পাতিলের সঙ্গে দেখা করল তৃণমূল সাংসদদের প্রতিনিধি দল। আলোচনা ফলপ্রসূ হয়েছে জানিয়েও, কবে টাকা মিলবে তা মন্ত্রী জানাতে পারেননি বলে দাবি করেছেন তৃণমূলের ব
বকেয়া টাকা মেটানোর দাবিতে দিল্লিতে মন্ত্রীর দফতরে তৃণমূলের প্রতিনিধিদল


নয়াদিল্লি, ১৭ ডিসেম্বর (হি স): বকেয়া মেটানোর দাবিতে, জলশক্তি মন্ত্রকের মন্ত্রী চন্দ্রকান্ত রঘুনাথ পাতিলের সঙ্গে দেখা করল তৃণমূল সাংসদদের প্রতিনিধি দল। আলোচনা ফলপ্রসূ হয়েছে জানিয়েও, কবে টাকা মিলবে তা মন্ত্রী জানাতে পারেননি বলে দাবি করেছেন তৃণমূলের বর্ষীয়ান সাংসদ সৌগত রায়।

একশো দিনের কাজ, সড়ক, সর্বশিক্ষা অভিযান, আবাস যোজনার পর তালিকায় যুক্ত হয়েছে জল জীবন মিশন প্রকল্প! তৃণমূল কংগ্রেসের দাবি, এই প্রকল্পে কেন্দ্রের কাছে রাজ্যের বকেয়া ২ হাজার ৫২৫ কোটি টাকা।

বুধবার বকেয়া মেটানোর দাবিতে, কেন্দ্রীয় মন্ত্রী সিআর পাতিলের সঙ্গে তাঁর দফতরে দেখা করেন তৃণমূল সাংসদের ১০ জনের প্রতিনিধি দল।

দলে ছিলেন লোকসভায় তৃণমূলের মুখ্য সচেতক কাকলি ঘোষ দস্তিদার, সাংসদ সৌগত রায়-সহ ৮ লোকসভার সাংসদ ও সাগরিকা ঘোষ-সহ ২ জন রাজ্যসভার সাংসদ। চিঠি দিয়ে কেন্দ্রীয় মন্ত্রীকে জানানো হয়, জল জীবন মিশন প্রকল্পে বাংলার ২,৫২৫ কোটি টাকা বকেয়া রয়েছে।

তৃণমূলের অভিযোগ, ২০২৪ সালের আগস্ট মাসের পর থেকে এই প্রকল্পের টাকা বন্ধ রেখেছে কেন্দ্রীয় সরকার। ২০২৪-২৫ অর্থবর্ষে শেষবার ২,৫২৫ কোটি টাকা দিয়েছিল কেন্দ্র, কিন্তু দেওয়ার কথা ছিল ৫ হাজার ৫০ কোটি টাকা। তৃণমূলের অভিযোগ, বাংলাকে বঞ্চনা করে টাকা আটকে রেখেছে কেন্দ্র।

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande