
শ্রীনগর, ১৭ ডিসেম্বর (হি.স.) : খারাপ আবহাওয়া ও পরিচালনগত সমস্যার কারণে বুধবার সকালে শ্রীনগর আন্তর্জাতিক বিমানবন্দরে চারটি বিমান বাতিল করা হয়েছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ইন্ডিগোর বিমান 6E-6164 যা সকাল ৯টায় অমৃতসরের উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল, তা বাতিল করা হয়েছে। পাশাপাশি, ইন্ডিগোর আরেকটি ফ্লাইট 6E-6962, যা সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে কলকাতার উদ্দেশে যাত্রা করার কথা ছিল, সেটিও পরিচালনগত কারণে বাতিল করা হয়েছে।
এছাড়াও, স্পাইসজেটের দুটি ফ্লাইট SG-180 ও SG-160 যেগুলি যথাক্রমে দুপুর ১টা ৩০ মিনিট এবং সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে দিল্লির উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল, সেগুলিও বাতিল করা হয়েছে।
বিমান সংস্থা ইন্ডিগো কর্তৃপক্ষ জানিয়েছে, আবহাওয়ার পরিস্থিতির ওপরই বিমান চলাচল নির্ভর করছে। যাত্রীদের সর্বশেষ তথ্যের জন্য সংশ্লিষ্ট বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য