অগ্রদ্বীপে নদীর পাড়ে উদ্ধার দগ্ধ জলজ প্রাণীর দেহ
কাটোয়া, ১৭ ডিসেম্বর (হি.স.): নদীর পাড়ের কাছে ভাসতে থাকা দু''টি পুড়ে যাওয়া জলজ প্রাণীর দেহ দেখা গিয়েছে| কাটোয়ার অগ্রদ্বীপে এমনই দাবি এলাকাবাসীর একাংশের। বুধবার প্রাণী দু''টির পোড়া দেহ দেখা গিয়েছে বলে স্থানীয় সূত্রে জানা যায়। দগ্ধ জলজ প্রাণীর দেহ দ
অগ্রদ্বীপে নদীর পাড়ে উদ্ধার দগ্ধ জলজ প্রাণীর দেহ


কাটোয়া, ১৭ ডিসেম্বর (হি.স.): নদীর পাড়ের কাছে ভাসতে থাকা দু'টি পুড়ে যাওয়া জলজ প্রাণীর দেহ দেখা গিয়েছে| কাটোয়ার অগ্রদ্বীপে এমনই দাবি এলাকাবাসীর একাংশের। বুধবার প্রাণী দু'টির পোড়া দেহ দেখা গিয়েছে বলে স্থানীয় সূত্রে জানা যায়। দগ্ধ জলজ প্রাণীর দেহ দুটি ছবি দেখে বনকর্মীদের অনুমান, সেগুলি ঘড়িয়াল বা মিষ্টি জলের কুমির অথবা গাঙ্গেয় ডলফিন হতে পারে। পশুপ্রেমীদের অভিযোগ, মাছ ধরার বৈদ্যুতিন জালের সংস্পর্শে এসে সেগুলির মৃত্যু হয়ে থাকতে পারে। বন দফতরের দাবি, এখনও দেহ দু'টি উদ্ধার করা যায়নি।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande