মেলায় যাওয়া আর হল না, হরিয়ানার কৈথালে খালে গাড়ি পড়ে গিয়ে মৃত্যু ৭ জনের
কৈথাল, ১২ অক্টোবর (হি.স.): হরিয়ানার কৈথালে ভয়াবহ এক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে একই পরিবারের ৭ জন সদস্যের। নিখোঁজ একটি মেয়ে, গাড়িতে থাকা ৭ জনের মৃত্যু হয়েছে, শুধুমাত্র চালক বেঁচে গিয়েছেন। শনিবার দুর্ঘটনাটি ঘটেছে কৈথালের মুন্দ্রির কাছে। নিয়ন্ত্রণ হারিয়ে রা
Accident


কৈথাল, ১২ অক্টোবর (হি.স.): হরিয়ানার কৈথালে ভয়াবহ এক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে একই পরিবারের ৭ জন সদস্যের। নিখোঁজ একটি মেয়ে, গাড়িতে থাকা ৭ জনের মৃত্যু হয়েছে, শুধুমাত্র চালক বেঁচে গিয়েছেন। শনিবার দুর্ঘটনাটি ঘটেছে কৈথালের মুন্দ্রির কাছে। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে খালে পড়ে যায় গাড়িটি।

ডিএসপি ললিত কুমার বলেছেন, আমরা তথ্য পেয়েছি, একটি পরিবার মেলায় যাচ্ছিল, তাঁদের গাড়ি মুন্দ্রির কাছে একটি খালে পড়ে যায়। দুর্ঘটনায় একই পরিবারের ৭ জনের মৃত্যু হয়েছে। শুধুমাত্র চালক বেঁচে আছে। আমাদের কাছে এই তথ্য রয়েছে যে, একটি মেয়ে নিখোঁজ রয়েছে। আমরা সে সম্পর্কে নিশ্চিত নই এবং উদ্ধার অভিযান চলছে। মৃত ৭ জনের মধ্যে - ৪ জন মেয়ে এবং ৩ জন প্রাপ্তবয়স্ক মহিলা। এই দুর্ঘটনার নেপথ্যে কারণ অনুসন্ধান করা হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / রাকেশ




 

 rajesh pande