উমরাংসোতে ফেলকন উৎসবের মঞ্চে জুবিন গৰ্গকে শ্ৰদ্ধাঞ্জলি বলিউডের কণ্ঠশিল্পী বিশাল মিশ্ৰের
উমরাংসো (অসম), ১৩ ডিসেম্বর (হি.স.) : ‘জয় জুবিনদা’ ‘জুবিনদা আই লাভ ইউ’, ফেলকন উৎসবের মঞ্চে জুবিন গৰ্গকে এভাবে শ্ৰদ্ধাঞ্জলি জানান বলিউডের জনপ্ৰিয় কণ্ঠশিল্পী বিশাল মিশ্ৰ। ‘মায়াবিনি...’, ‘ইয়া আলি...’ প্রভৃতি কিংবদন্তি শিল্পী জুবিনের গান পরিবেশন করে ফেল
ফেলকন উৎসবে বলিউডের কণ্ঠশিল্পী বিশাল মিশ্ৰ


সিইএম দেবোলালকে সঙ্গে নিয়ে ফেলকন উৎসবের উদ্বোধন মন্ত্রী রঞ্জিতকুমার দাসের


উমরাংসো (অসম), ১৩ ডিসেম্বর (হি.স.) : ‘জয় জুবিনদা’ ‘জুবিনদা আই লাভ ইউ’, ফেলকন উৎসবের মঞ্চে জুবিন গৰ্গকে এভাবে শ্ৰদ্ধাঞ্জলি জানান বলিউডের জনপ্ৰিয় কণ্ঠশিল্পী বিশাল মিশ্ৰ। ‘মায়াবিনি...’, ‘ইয়া আলি...’ প্রভৃতি কিংবদন্তি শিল্পী জুবিনের গান পরিবেশন করে ফেলকন উৎসবে জুবিন গৰ্গকে স্মরণ করেছেন বিশাল।

উত্তর-পূৰ্বাঞ্চলের অন্যতম জনপ্ৰিয় উৎসব ফেলকন উৎসব। উমরাংসোতে প্রতি বছর অনুষ্ঠিত ফেলকন উৎসবে দেশ-বিদেশের বহু পৰ্যটকের আগমন ঘটে। প্রতি বছরের মতো এবারও বহু পৰ্যটকের আগমন ঘটেছে ফেলকন উৎসবে।

অসমের অন্যতম পাহাড়ি জেলা ডিমা হাসাওয়ের পৰ্যটন কেন্দ্ৰ হিসেবে পরিচিত উমরাংসোর প্ৰাকৃতিক সৌন্দর্যে ভরপুর নিউটুংবুং গ্রামের গল্ফ কোর্স এবং কপিলি হ্রদের পাশে অনুষ্ঠিত একাদশতম ফেলকন উৎসবের উদ্বোধন করেছেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন এবং পর্যটন বিভাগের মন্ত্রী রঞ্জিতকুমার দাস। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের সঙ্গে ছিলেন উত্তর কাছাড় পাৰ্বত্য স্বশাসিত পরিষদের মুখ্য কাৰ্যনির্বাহী সদস্য দেবোলাল গাৰ্লোসা, পাৰ্বত্য পরিষদের কাৰ্যনিৰ্বাহী সদস্য প্ৰবীতা জহরি, পারিষদ ধৃতি থাওসেন।

ফেলকন উৎসবের সূচনা করে মন্ত্রী রঞ্জিতকুমার দাস বলেন, ২০১৪-১৫ সালে অসমে চার হাজারের বেশি বিদেশি পৰ্যটক এসেছিলেন। কিন্তু গত বছর অসম সহ ডিমা হাসাও, কারবি আংলং এবং অসমের বিভিন্ন পৰ্যটনস্থলে ৩০ হাজার পৰ্যটক ভ্ৰমণ করেছেন। মন্ত্ৰী বলেন, অসমের পৰ্যটন শিল্পকে এভাবেই এগিয়ে নিয়ে যেতে হবে।

তিনি বলেন, উমরাংসোর এই ফেলকন উৎসব এখন দেশ-বিদেশের পৰ্যটকদের জন্য অতি জনপ্ৰিয় হয়ে উঠেছে। ফেলকন উৎসবের জন্য উমরাংসো এখন দেশ বিদেশের পৰ্যটকদের কাছে বিখ্যাত পৰ্যটন কেন্দ্ৰস্থল হয়ে পড়েছে।

উত্তর কাছাড় পাৰ্বত্য স্বশাসিত পরিষদের মুখ্য কাৰ্যনিৰ্বাহী সদস্য দেবোলাল গাৰ্লোসা বলেন, একাদশ ফেলকন উৎসবে মন্ত্ৰী রঞ্জিতকুমার দাস আমাদের সঙ্গে যোগদান করার জন্য অত্যন্ত আনন্দিত হয়েছি। তাঁর উপস্থিতিতে নিশ্চিতভাবে পৰ্যটনের সম্ভাবনাকে আরও বৃদ্ধি করবে। তাঁর সক্ষম এবং প্ৰেরণাদায়ক নেতৃত্বে পৰ্যটন ক্ষেত্ৰে অধিক অগ্ৰগতি এবং উন্নয়ন দেখতে আমরা সবাই আগ্ৰহী।

শুক্ৰবার ফেলকন উৎসবের প্ৰথম দিনই উত্তর-পূর্বাঞ্চলে প্ৰথমবারের মতো আগত বলিউডের জনপ্ৰিয় কণ্ঠশিল্পী বিশাল মিশ্ৰ তাঁর মনোমুগ্ধকর কণ্ঠে বিপুল দৰ্শককে মোহিত করে তুলেন। আজ শনিবার ফেলকন উৎসবের দ্বিতীয় দিন বলিউডের আরও এক প্ৰখ্যাত কণ্ঠশিল্পীর সঙ্গে নৰ্থইস্টের গ্ৰ্যান্ড মিউজিক্যাল ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার থেকে শুরু হওয়া ফেলকন উৎসব শেষ হবে ১৪ ডিসেম্বর।

ফেলকন উৎসবে রয়েছে ডিমা হাসাও জেলার পরম্পরাগত জনগোষ্ঠীর বিভিন্ন লোকসংস্কৃতি, পরম্পরাগত হস্ততাঁত শিল্পের প্ৰদৰ্শনী, পম্পরাগত পোশাক এবং বিভিন্ন শিল্পের প্ৰদৰ্শনীর স্টল সহ জনজাতীয় খাবারের স্টল।

হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব




 

 rajesh pande