হাফলঙে শিশুকে দিয়ে ভিক্ষাবৃত্তি, মহিলা শক্তি মণ্ডল-এর হাতে আটক ব্যক্তি
হাফলং (অসম), ১৩ ডিসেম্বর (হি.স.) : অসমের শৈলশহর হাফলঙে শিশুকে দিয়ে ভিক্ষাবৃত্তির সময় জনৈক ব্যক্তিকে আটক করেছে মহিলা শক্তি মণ্ডল নামের একটি সংগঠন। সম্প্রতি মাহুর বাজারে এক শিশুকন্যাকে দিয়ে ভিক্ষা করানোর সময় মহিলা শক্তি মণ্ডলের প্রধান পার্বতী থাওসে
শিশুকে দিয়ে ভিক্ষাবৃত্তি, মহিলা শক্তি মণ্ডল-এর হাতে আটক ব্যক্তি


হাফলং (অসম), ১৩ ডিসেম্বর (হি.স.) : অসমের শৈলশহর হাফলঙে শিশুকে দিয়ে ভিক্ষাবৃত্তির সময় জনৈক ব্যক্তিকে আটক করেছে মহিলা শক্তি মণ্ডল নামের একটি সংগঠন।

সম্প্রতি মাহুর বাজারে এক শিশুকন্যাকে দিয়ে ভিক্ষা করানোর সময় মহিলা শক্তি মণ্ডলের প্রধান পার্বতী থাওসেন ওই ব্যক্তিকে আটক করে শিশুদের দিয়ে এভাবে ভিক্ষা না করানোর বিষয়ে সতর্ক করে দিয়েছিলেন। তার পর আজ শনিবার আবার হাফলং শহরে একই ভাবে শিশুটিকে রাস্তার পাশে ভিক্ষা করাচ্ছিলেন ওই ব্যক্তি। সে সময় মহিলা শক্তি মণ্ডলের কয়েকজন সদস্য ওই ব্যক্তিকে আটক করেন।

এ ঘটনার পর স্থানীয় মানুষজন জমায়েত হয়ে ওই ব্যক্তিকে ঘিরে ধরেন এবং পুলিশের হাতে সমঝে দেন। যে শিশুকে দিয়ে ওই ব্যক্তি ভিক্ষা করাচ্ছিলেন, সেই শিশুটি তার মেয়ে বলে দাবি করেন ধৃত ব্যক্তি।

এভাবে একটি ছোট্ট শিশুকে রাস্তার পাশে বসিয়ে ভিক্ষা করানোর দায়ে ধৃত ব্যক্তির বিরুদ্ধে শিশু সুরক্ষা আইনে কঠোর ব্যবস্থা গ্রহণ করার জন্য মহিলা শক্তি মণ্ডলের সদস্যবৃন্দ সহ স্থানীয় বাসিন্দারা দাবি জানিয়েছেন।

এদিকে ওই ব্যক্তিকে থানায় আটকে রেখে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ। এদিকে জানা গেছে, চার জনের একটি গ্যাঙ এভাবে ডিমা হাসাও জেলার বিভিন্ন স্থানে হাটবারে শিশুদের দিয়ে এভাবে নিয়মিত ভিক্ষা করায়।

হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব




 

 rajesh pande