
গাজোল, ১৩ ডিসেম্বর (হি. স.) : মালদার গাজোলে ভুট্টার জমিতে কীটনাশক স্প্রে করতে গিয়ে জ্ঞান হারালেন এক ব্যক্তি। তড়িঘড়ি তাকে উদ্ধার করে গাজোল স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। মৃতের নাম সঞ্জয় সাহা (৪২)। বাড়ি হাসপাতাল সংলগ্ন তুলসীডাঙ্গা এলাকায়। ঘটনায় কান্নার রোল এলাকাজুড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পেশায় টোটো চালক হলেও, সঞ্জয় মাঝেমধ্যে অন্যান্য কাজও করতেন। পরিবারে রয়েছেন স্ত্রী এবং এক ছেলে ও এক মেয়ে। সঞ্জয়ের মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার।
মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ । দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে।
হিন্দুস্থান সমাচার / সোনালি