বার্লিন, ১২ অক্টোবর (হি.স.): বসনিয়ার মাঠে শুক্রবার রাতে নেশন্স লিগের ম্যাচে ২-১ গোলে জিতেছে চারবারের বিশ্বকাপ জয়ীরা। তাদের জয়ের নায়ক ডেনিস উন্দাভ, দুটি গোলই করেছেন তিনিই। জেকো বসনিয়ার হয়ে একটি গোল করেন। ম্যাচের শুরু থেকে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ম্যাচে একচেটিয়া আধিপত্য ধরে রাখলেও আক্রমণে সেভাবে প্রভাব বিস্তার করতে পারেনি।
আগের ম্যাচে হাঙ্গেরিকে ৫ গোলে উড়িয়ে আসর শুরুর পর দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসের সঙ্গে ২-২ ড্র করেছে জার্মানরা। এই জয়ে ‘এ’ লিগের তিন নম্বর গ্রুপের শীর্ষস্থানও ধরে রাখল জার্মানি, তিন ম্যাচে তাদের পয়েন্ট ৭। এদিন আরেক ম্যাচে হাঙ্গেরির মাঠে ১-১ ড্র করেছে নেদারল্যান্ডস। এরফলে ৫ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ডাচরা। আর ২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে হাঙ্গেরি। আর সবশেষে বসনিয়ার পয়েন্ট ১।
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি