7 Jan 2025, 16:03 HRS IST

একই দৃশ্য ধর্মতলার অনশন মঞ্চে, হার মানছেন না অনশনরত ডাক্তাররা
কলকাতা, ১২ অক্টোবর (হি.স.): শনিবার সকালেও একই দৃশ্য ধর্মতলার ডাক্তারদের অনশন মঞ্চে। মঞ্চের আশপাশে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছেন আন্দোলনকারীরা, রয়েছেন সাধারণ মানুষও। অনশনকারীরা সকলেই বেশ দুর্বল হয়ে পড়েছেন। তবে শারীরিক অবস্থা মোটামুটি স্থিতিশীল। ধর্মতলায় জুনি
হার মানছেন না অনশনরত ডাক্তাররা


কলকাতা, ১২ অক্টোবর (হি.স.): শনিবার সকালেও একই দৃশ্য ধর্মতলার ডাক্তারদের অনশন মঞ্চে। মঞ্চের আশপাশে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছেন আন্দোলনকারীরা, রয়েছেন সাধারণ মানুষও। অনশনকারীরা সকলেই বেশ দুর্বল হয়ে পড়েছেন। তবে শারীরিক অবস্থা মোটামুটি স্থিতিশীল। ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের আন্দোলন আরও তীব্র হচ্ছে। গত রাতে তাঁদের অনশন মঞ্চে যোগ দিয়েছেন আরও দুই জন। বর্তমানে ওই মঞ্চে অনশনরত চিকিৎসকের সংখ্যা বেড়ে দাঁড়াল আট। এছাড়াও, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের দুই জুনিয়র ডাক্তারও ‘আমরণ অনশন’ করছেন।অনশনরত ডাক্তার অনিকেত মাহাত আর জি করে ভর্তি।

দুই জুনিয়র ডাক্তার পরিচয় পণ্ডা ও আলোলিকা ঘড়ুই নতুন করে অনশন কর্মসূচিতে যোগ দেন। পরিচয় শিশুমঙ্গল হাসপাতালের ইএনটি (নাক, কান, গলা) বিভাগের পিজিটি-র দ্বিতীয় বর্ষের পড়ুয়া। অন্যদিকে কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজের সার্জারি বিভাগের প্রথম বর্ষের পিজিটি আলোলিকা। এর ফলে গত ৫ অক্টোবর থেকে কলকাতায় যারা অনশন কর্মসূচিতে যোগ দিয়েছেন তাঁরা হলেন, ডাক্তার অর্ণব মুখোপাধ্যায়, ডাক্তার অনুষ্টুপ মুখোপাধ্যায়, ডাক্তার পুলস্ত্য আচার্য্য, ডাক্তার সিগ্ধা হাজরা, ডাক্তার সায়ন্তনী ঘোষ হাজরা, ডাক্তার তনয়া পাঁজা, এবং গতকাল যোগ দেওয়া পরিচয় পণ্ডা ও আলোলিকা ঘড়ুই।

উল্লেখ্য, ১০ দফা দাবিতে শনিবার রাত সাড়ে ৮টা থেকে ধর্মতলায় আমরণ অনশন শুরু করেন কলকাতার বিভিন্ন মেডিক্যাল কলেজের ৬ জন জুনিয়র ডাক্তার। রবিবার অনশনে যোগ দিয়েছিলেন আর জি করের জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতোও। বৃহস্পতিবার রাতে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় অনশনরত অনিকেতকে আর জি কর হাসপাতালে ভর্তি করানো হয়।

হিন্দুস্থান সমাচার / রাকেশ




 

 rajesh pande