পুরুলিয়ার ঝালদার তপন কান্দুর স্ত্রী প্রয়াত, হৃদরোগে অকাল মৃত্যু!
পুরুলিয়া, ১২ অক্টোবর (হি.স.): পুরুলিয়া জেলার ঝালদার নিহত কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর স্ত্রী পূর্ণিমা কান্দুর মৃত্য়ু হয়েছে। পরিবার সূত্রে খবর, শুক্রবার রাতে হঠাৎ বাড়িতে অসুস্থ হয়ে পড়েন পূর্ণিমা। তাঁকে তড়িঘড়ি ঝালদা ১ নম্বর ব্লক স্বাস্থ্যকেন্দ্রে
পুরুলিয়ার ঝালদার তপন কান্দুর স্ত্রী প্রয়াত, হৃদরোগে অকাল মৃত্যু!


পুরুলিয়া, ১২ অক্টোবর (হি.স.): পুরুলিয়া জেলার ঝালদার নিহত কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর স্ত্রী পূর্ণিমা কান্দুর মৃত্য়ু হয়েছে। পরিবার সূত্রে খবর, শুক্রবার রাতে হঠাৎ বাড়িতে অসুস্থ হয়ে পড়েন পূর্ণিমা। তাঁকে তড়িঘড়ি ঝালদা ১ নম্বর ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্য়ু হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর।

খবর পেয়ে স্বাস্থ্যকেন্দ্রে আসেন পুরুলিয়া জেলার কংগ্রেস সভাপতি নেপাল মাহাতো, ঝালদা পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর-সহ স্থানীয় কংগ্রেস নেতৃত্ব। উল্লেখ্য, ২০২২ সালের ১৩ মার্চ খুন হন ঝালদার ২ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয় তাঁকে।

হিন্দুস্থান সমাচার / রাকেশ




 

 rajesh pande