ধূপগুড়ি বাথৌ মন্দিরে নতুন কমিউনিটি টয়লেট উদ্বোধন এবং একটি মডেল স্কুলের শিলান্যাস ড. নিলুতের
ধূপগুড়ি বাথৌ মন্দিরে নতুন কমিউনিটি টয়লেট উদ্বোধন এবং একটি মডেল স্কুলের শিলান্যাস ড. নিলুতের
নতুন কমিউনিটি টয়লেট উদ্বোধন এবং একটি মডেল স্কুলের শিলান্যাস ইএম ড. স্বর্গিয়ারির


কোকরাঝাড় (অসম), ২২ অক্টোবর (হি.স.) : ‘সিইএম প্রমোদ বড়োর নেতৃত্বে আমরা বিটিআর-এর শিক্ষা এবং স্যানিটেশন অবকাঠামো উন্নত করতে প্রতিশ্রুতিবদ্ধ,’ বলেছেন বিটিসির কার্যনির্বাহী সদস্য (ইএম) ড. নিলুত স্বর্গিয়ারি।

আজ মঙ্গলবার ডালাকাটি বড়বাজারে ভিসিডিসি এলাকার ধূপগুড়ি বড়িগাঁও বাথৌ মন্দিরে নতুন একটি সর্বজনীন শৌচালয়ের (কমিউনিটি টয়লেট) উদ্বোধন করে বক্তব্য পেশ করছিলেন ড. স্বর্গিয়ারি।

এছাড়া আজ ভিসিডিসি-এর অধীন পশ্চিম বরসলা বডো এমই স্কুলে একটি মডেল স্কুলের ভিত্তিপ্রস্তরও স্থাপন করেছেন তিনি। এই উদ্যোগগুলি স্থানীয়দের জীবনযাত্রা এবং শিক্ষা ক্ষেত্রে উন্নয়নের লক্ষ্যে চলমান প্রচেষ্টার অন্যতম পদক্ষেপ, বলেছেন ইএম ড. নিলুত।

কমিউনিটি টয়লেটের উদ্বোধন এবং মডেল স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপনে এলাকার বাসিন্দাদের চাহিদা পূরণের এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা দাস




 

 rajesh pande