আইজিএম হাসপাতালে চিকিৎসায় গাফিলতিতে আটমাসের অন্তঃসত্ত্বার মৃত্যুর অভিযোগ
আগরতলা, ২২ অক্টোবর (হি.স.) : চিকিৎসায় গাফিলতিতে অন্তঃসত্ত্বার মৃত্যুর অভিযোগ। ঘটনা আগরতলার আইজিএম হাসপাতালে। মৃতার নাম রুপোমালা চাকমা। বয়স আনুমানিক বাইশ বছর। তিনি আটমাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে জানা গিয়েছে। মঙ্গলবার আইজিএম হাসপাতালে এসেছিলেন সোনোগ
মহিলার মৃত্যু


আগরতলা, ২২ অক্টোবর (হি.স.) : চিকিৎসায় গাফিলতিতে অন্তঃসত্ত্বার মৃত্যুর অভিযোগ। ঘটনা আগরতলার আইজিএম হাসপাতালে। মৃতার নাম রুপোমালা চাকমা। বয়স আনুমানিক বাইশ বছর। তিনি আটমাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে জানা গিয়েছে।

মঙ্গলবার আইজিএম হাসপাতালে এসেছিলেন সোনোগ্রাফি করে ডাক্তার দেখানোর জন্য। হাসপাতালে আসার সাথে সাথে রূপোমালা অসুস্থ হয়ে পড়েন। তাকে নিয়ে যাওয়া হয় ডেলিভারির বিভাগে। সেখান থেকে তাকে পাঠানো হয় জরুরি বিভাগে। কিন্তু সেখানে যাওয়ার পর চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীরা তাকে প্রসূতি বিভাগে যেতে বলে। আবার নিয়ে যাওয়া হয় প্রসূতি বিভাগে। এভাবে এক বিভাগ থেকে অপর বিভাগে যাতায়াত করে আধ ঘন্টার উপর কেটে যায়। কোন চিকিৎসাই পায়নি আট মাসের অন্তঃসত্ত্বা।

তারপর কিছুক্ষণ পর রূপোমালা মৃত্যুর কোলে ঢলে পড়ে। তখন চিকিৎসকরা স্বামী সুরজিৎকে জানিয়ে দেয় দেরি হয়ে গেছে। কিছু করার নেই। মৃতদেহ নিয়ে কান্নায় ভেঙে পড়ে সুরজিৎ। সুরজিৎ -এর অভিযোগ যদি সময় মত তার স্ত্রীকে চিকিৎসা হতো তাহলে এভাবে অকালে মৃত্যু হত না। এক্ষেত্রে চিকিৎসায় গাফিলতির অভিযোগ করেন মৃতার স্বামী সুরজিৎবাবু।

হিন্দুস্থান সমাচার / Subhash Chandra Das




 

 rajesh pande