আগরতলায় সার্কিট হাউস এলাকায় কমান্ডার জীপ দুর্ঘটনায় আহত দশজন
আগরতলা, ২২ অক্টোবর (হি.স.) : রাজধানী আগরতলা শহরের সার্কিট হাউস এলাকায় কমান্ডার জীপ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন দশজন। এরমধ্যে একজন শিক্ষক এবং বাকি নয়জন ছাত্রছাত্রী। জানা গিয়েছে, শহরের পুরাতন রাজভবনের সামনে ভিআইপি রোডে একটি কমান্ডার জীপ গাড়ি রাধানগর
আগরতলায় দুর্ঘটনা


আগরতলা, ২২ অক্টোবর (হি.স.) : রাজধানী আগরতলা শহরের সার্কিট হাউস এলাকায় কমান্ডার জীপ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন দশজন। এরমধ্যে একজন শিক্ষক এবং বাকি নয়জন ছাত্রছাত্রী।

জানা গিয়েছে, শহরের পুরাতন রাজভবনের সামনে ভিআইপি রোডে একটি কমান্ডার জীপ গাড়ি রাধানগর থেকে ইকফাই কলেজের উদ্দেশ্যে রওয়ানা হয়। গাড়িটি পুরাতন রাজভবনের সামনে যাওয়ার পর নিয়ন্ত্রঙ হারিয়ে রাস্তার মাঝে থাকা ডিভাইডারে ধাক্কা দেয়। তাতে আহত হয় ইকফাই কলেজের নয়জন ছাত্র-ছাত্রী ও একজন শিক্ষক।

খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা আহতদের উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যায়। আহতরা বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন। জনৈক দমকল কর্মী জানান আহতদের মধ্যে বেশিরভাগ ইকফাই কলেজের ছাত্র-ছাত্রী। আহতদের মধ্যে এক জনের আঘাত গুরুতর বলে জানান তিনি। পুলিশ দুর্ঘটনাগ্রস্ত কমান্ডার জীপটি আটক করেছে।

হিন্দুস্থান সমাচার / Subhash Chandra Das




 

 rajesh pande