কোকরাঝাড়ে অনুষ্ঠিত জেলা সমবায় উন্নয়ন কমিটির পর্যালোচনা সভা এবং জয়েন্ট ওয়ার্কিং কমিটির উদ্বোধন
কোকরাঝাড়ে অনুষ্ঠিত জেলা সমবায় উন্নয়ন কমিটির পর্যালোচনা সভা এবং জয়েন্ট ওয়ার্কিং কমিটির উদ্বোধন
কোকরাঝাড়ে জেলা সমবায় উন্নয়ন কমিটির পর্যালোচনা সভা


কোকরাঝাড় (অসম), ২২ অক্টোবর (হি.স.) : কোকরাঝাড়ের জেলাশাসকের সম্মেলন কক্ষে আজ মঙ্গলবার জয়েন্ট ওয়ার্কিং কমিটির (জেডব্লিউসি) উদ্বোধন সহ জেলা সমবায় উন্নয়ন কমিটির (ডিসিডিসি) এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অতিরিক্ত জেলাশাসক নিত্যবিনোদ ওয়ারির পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় উপস্থিতদের স্বাগত জানিয়ে জেলার বিভিন্ন সমবায় উন্নয়ন উদ্যোগের ওপর বিস্তর আলোচনা হয়েছে।

সভায় কো-অপারেটিভ সোসাইটিজের অ্যাডিশনাল রেজিস্ট্রার তথা বিভাগের প্রধান তথা ডিসিডিসি-র আহ্বায়ক জয়ন্ত খেরকাটারি কোকরাঝাড় জেলায় বিদ্যমান বিভাগীয় উদ্যোগের অগ্রগতি সম্পর্কে বিস্তৃত আপডেট পেশ করেছেন। সভাকে তিনি অবগত করেছেন, প্রাথমিক কৃষি ঋণ সমিতি-র কম্পিউটারাইজেশন, জাতীয় সমবায় ডাটাবেসে ডেটা অ্যান্ট্রি, কমন সার্ভিস সেন্টার প্রতিষ্ঠা, জন ঔষধি কেন্দ্রের উদ্বোধন, বিশ্বের বৃহত্তম শস্য সঞ্চয় কেন্দ্রের উন্নয়ন ইত্যাদি সমবায় সংস্থার মূল উন্নয়নের মধ্যে রয়েছে।

এছাড়া কৃষক উৎপাদক সংস্থা (এফপিও), প্রধানমন্ত্রী কিষাণ সমৃদ্ধি কেন্দ্র হিসাবে প্রাথমিক কৃষি ঋণ সমিতির ডেজিগন্যাশন এবং প্ৰধানমন্ত্ৰী ফৰ্মালাইজেশন অব মাইক্রো ফুড প্রসেসিং এন্টারপ্রাইজ (পিএমএফএমই) প্রকল্পের বাস্তবায়ন সম্পর্কেও তথ্য পেশ করেছেন জয়ন্ত খেরকাটারি।

চেয়ারপারসন তার বক্তব্যে জেলায় সমবায় সমিতির বৃদ্ধি ও সাফল্য নিশ্চিত করতে সময়মতো সেবা প্রদান, আন্তঃবিভাগীয় সহযোগিতা এবং ক্রমাগত প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধির প্রচেষ্টার গুরুত্বের ওপর জোর দিয়েছেন। এই উদ্যোগগুলির প্রভাব সর্বাধিক করতে সমস্ত বিভাগকে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি।

সভায় অংশগ্রহণ করেছেন সমবায় দফতরের আধিকারিক, জেলা কৃষি অফিসার, ডিআইসিসি কোকরাঝাড়ের কার্যনির্বাহী আধিকারিক, নাবার্ডের জেলা উন্নয়ন পরিচালক (ম্যানেজার), অ্যাপেক্স ব্যাংকের ম্যানেজার এবং জেলার বিভিন্ন সমবায় সমিতির চেয়ারপারসন ও সচিববৰ্গ।

হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা দাস




 

 rajesh pande